শিবচরে ভয়াবহ স্পিডবোট দূর্ঘটনা, ২৬ মৃতদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ মে,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৫৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ভয়াবহ স্পিডবোট দূর্ঘটনায় এখন প্রর্যন্ত ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। সোমবার ভোর ৬ টার দিকে র বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও নৌপুলিশ নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। আহত কয়েকজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান জানান, সোমবার ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোটে যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি এলে ঘাটের কাছে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়।