সকালে মা হলেন বিকেলেই করোনায় মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:২৫ এএম, ১৭ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৩:২৮ এএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
সকালে ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়ে বিকালে মারা গেছেন ৭১ টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা। রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত।
১০ দিন আগে কোভিড ধরা পড়ে সাত মাসের অন্তঃস্বত্ত্বা রিফাত সুলতানার। পরে জানা যায়, তার স্বামী নাজমুল ইসলামও করোনা আক্রান্ত। তিনিও একাত্তর টেলিভিশনে সহযোগী প্রযোজক হিসেবে কর্মরত আছেন। এরপর তাদের পরিবারের প্রায় সব সদস্যরেই করোনা ধরা পড়ে। এর মধ্যে নাজমুলের অবস্থা কিছুটা উন্নতি হলেও অবনতির দিকে যায় রিফাতের অবস্থা। গত বুধবার রিফাতকে আইসিইউ ভর্তি করা হয়। টানা চারদিন লড়াই করে করোনার কাছে তিনি হার মানেন।
মৃত্যুর ঠিক কয়েক ঘণ্টা আগে শুক্রবার সকালে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে নবজাতক এভারকেয়ার হাসপাতালের এনআইসিইউতে আছে। এদিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে আছেন তার করোনা আক্রান্ত শাশুড়ি।