avertisements 2

সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৩২ পিএম, ১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:০৮ পিএম, ১১ মার্চ,সোমবার,২০২৪

Text

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে নমুনা পরীক্ষার পর ফলাফল পজিটিভ আসে তার।

পরীক্ষার ফলাফলের তালিকাসহ ফেসবুক স্ট্যাটাসে গোলাম রাব্বানী লিখেছেন, ‘করোনা দুর্যোগের প্রথম ধাপে মানবিক সহায়তা নিয়ে দেশজুড়ে লাখো মানুষের সংস্পর্শে গিয়েও আল্লাহর অশেষ রহমতে সুস্থ ছিলাম। দ্বিতীয় ধাপে এসে বিধিবাম, (সিরিয়াল নং- ০৭)। সবাই দোয়া করবেন এবং পূর্বের তুলনায় আরও বেশি সতর্ক থাকবেন। মাস্ক ছাড়া ভুলেও বের হবেন নাহ। আক্রান্তের সংখ্যা কিন্তু আশঙ্কাজনক হারে বাড়ছে! আল্লাহ সহায়।’

বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ২০১৯ সালের ১ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে গোলাম রাব্বানীকে সরিয়ে দেওয়া হয়। এর পর থেকে তিনি নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। করোনার প্রথম দুর্যোগের সময় তিনি দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2