রাজবাড়ীর গোয়ালন্দে বাড়ি ফেরার পথে আ.লীগ নেতাকে গুলি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৩০ পিএম, ১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:১৪ পিএম, ১৬ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। আহত আব্দুল গনি মন্ডল দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও পরিষদের প্যানেল চেয়ারম্যান।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, রাতে ইউনিয়ন পরিষদের সামনে একটি দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন আব্দুল গনি মন্ডল। কিছু দূর যেতেই মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোয়ালন্দ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিতাই কুমার বলেন, আব্দুল গনির গুলিবিদ্ধ স্থান থেকে প্রচুর রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে, গুলি পেট ফুটো হয়ে বের হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

স্ত্রীর মরদেহ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া সেই স্বামী গ্রেপ্তার

কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই: সারজিস আলম

আবু ত্বহা আদনানের ‘অন্ধকার জীবন’ নিয়ে স্ত্রীর অভিযোগ

অজ্ঞাত স্থান থেকে নিখোঁজ ২ বোনের ভিডিওবার্তা, দিলেন ‘ধর্মান্তরিতের’ খবর
