মোদি বিরোধী আন্দোলনে ছাত্রলীগের দফায় দফায় হামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:১০ এএম, ২৪ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:৪৫ এএম, ৪ আগস্ট,সোমবার,২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের আন্দোলনে হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলায় জোটের দশ নেতাকর্মী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে মোদির প্রতীকী কুশপুত্তলিকা দাহ করার সময় এই হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর আগে মোদির আগমনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন ছাত্রজোটের নেতাকর্মীরা। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে আবার টিএসসির পাশে ডাসে আসলে সেখানে হামলা চালায় ছাত্রলীগ। প্রথম হামলায় জোটের নেতাকর্মীদের কাছ থেকে কুশপুত্তলিকা কেড়ে নিলে তারা মোদির ছবিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফের হামলা চালায় ছাত্রলীগ।
হামলায় কয়েকজন ফটো সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে। ছাত্রজোটের একজন নারী কর্মীর মাথা ফেটে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। পরে ছাত্রজোটের নেতাকর্মীদের ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে।