avertisements 2

মিছিল করতে করতেই মারা গেলেন যুবলীগ সদস্য

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:০৪ পিএম, ২০ মার্চ,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৫৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মিছিলের মধ্যে ঢলে পড়ে প্রাণ হারিয়েছেন এক যুবলীগ সদস্য। তার নাম স্বপন মিয়া (৩৬)। তিনি আটানী পুকুর পাড় এলাকার মজনু মিয়ার ছেলে। বুধবার (১৭ মার্চ) বিকালে নগরে মিছিল চলাকালে এই ঘটনা ঘটে।

মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ন আহবায়ক রাসেল পাঠান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মহানগর যুবলীগের উদ্যোগে নগরীর রেলওয়ে চত্বর থেকে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে মহানগর যুবলীগের সদস্য স্বপন মিয়াও অংশগ্রহণ করেন। মিছিলটি মালগুদাম এলাকায় পৌঁছলে স্বপন মিয়ার হার্ট অ্যাটাক হলে মাটিতে লুটিয়ে পড়েন। নেতাকর্মীরা ধরাধরি করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

তিনি বলেন, রাজপথের কর্মী রাজপথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এই শোক বয়ে যেতে হবে সারাজীবন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2