রাজশাহীতে আছড়ে পড়া বিমান দেখতে ভিড়, বসে গেছে খাবারের দোকান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৩৭ পিএম, ১৮ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৫৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আলুক্ষেতে উল্টে পড়ে আছে বিমান। দেখতে দলে দলে ছুটে আসছে মানুষ। এই সময়টা আবার ব্যবসার সুযোগ হিসেবে দেখছেন কেউ কেউ। খুলে বসেছেন দোকান।
খোলা জমিতে যে যেভাবে পেরেছেন পণ্যের পসরা নিয়ে বসেছেন। চড়া রোদের হাত থেকে বাঁচতে টানিয়েছেন সামিয়ানাও। টানানো রঙিন কাপড়ের নিচে ক্রেতার আয়েশের জন্য ছিল চেয়ার-টেবিলও। দিনভর এসব দোকানে বিক্রি হয়েছে হরেক রকম খাবার।
যাদের পুঁজি আরও কম, তারা বসেছেন মাটিতে। ক্ষেতের মধ্যে ছিল, হাল আমলের ওজন মাপার যন্ত্রও। মাথার ওপর ছাতা তুলে এক কিশোরকে বসতে দেখা গেছে উল্টে থাকা বিমানের পাশে।
দূর দূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় দুর্ঘটনাস্থলে তৈরি হয় গ্রামীণ মেলার আবহ। বিমানের পাশে নানা ভঙ্গিতে ছবি তুলতে দেখা গেছে অনেক তরুণ-তরুণীকে।
লালপুরের আলুর ক্ষেতে মঙ্গলবার দুপুর ২টার দিকে আছড়ে পড়ে বিমানটি। বাংলাদেশ ফ্লাইং ক্লাবের বিমানটি রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে ওড়ে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে মুহূর্তেই। উল্টে থাকা বিমান ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয় মানুষের। ধীরে ধীরে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়।
দুর্ঘটনার দ্বিতীয় দিনে বুধবার মানুষের সমাগম বাড়ে আরও। ভিড় লেগে থাকায় বসে যায় ঝাল মুড়ি, জিলাপি, বাদাম, আইসক্রিমের অস্থায়ী দোকান। তবে কৌতূহলীদের আসা-যাওয়ায় চিঁড়েচ্যাপ্টা অবস্থা আলু চাষিদের।