মৃত্যুর পর মওদুদের যে ছবি ভাইরাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:১৪ এএম, ১৮ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:০২ পিএম, ১৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি ভাইরাল হয়।
নিজ এলাকার মানুষের সঙ্গে ছিল তার নিবিড় সম্পর্ক। তার মৃত্যুর পর কর্মীদের সঙ্গে কাটানো অন্তরঙ্গতার কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটি দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ছেন।
ছবিগুলো ২০১৯ সালের ৭ জুন (শুক্রবার) ঈদের তৃতীয় দিনের। সেই ছবিতে দেখা যাচ্ছে ঈদ উদ্যাপন করতে গ্রামের বাড়িতে এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জের নিজ বাড়ির পুকুরে সাঁতার কাটেন তিনি।
সে সময় তিনি নেতাকর্মীদেরকে নিয়মিত সাঁতার কাটার ও ব্যায়াম করার পরামর্শও দেন। এ ছাড়া ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বিষয়টি জরুরি বলেও মন্তব্য করেছিলেন মওদুদ আহমদ। পাশাপাশি সবাইকে নিয়মিত সাঁতার কাটায় উদ্বুদ্ধ করতে উপস্থিত সবার প্রতি আহ্বানও জানিয়েছিলেন তিনি।
ব্যারিস্টার মওদুদ আহমদ ২৪ মে ১৯৪০ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ ও মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে মওদুদ আহমদ চতুর্থ।
প্রবীণ এই রাজনৈতিক নেতার মরদেহ বৃহস্পতিবারের মধ্যে ঢাকায় আনার চেষ্টা চলছে। সব কিছু ঠিক থাকলে জাতীয় সংসদে প্রথম জানাজা হবে। এরপর দ্বিতীয় জানাজা হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখান থেকে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
