avertisements 2

ভয়ংকর হচ্ছে করোনা: ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত, ১৮ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:১৯ পিএম, ১৫ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৮:৫২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। নতুন ১৮ জন নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৪৫ জন। আর টানা পঞ্চম দিন শনাক্ত হাজার ছাড়িয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে করোনার সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ১৫৯ জনের শরীরে। যা গত দুই মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৩৮৫ জন। এ নিয়ে সুস্থ হলেন পাঁচ লাখ ১১ হাজার ৬৯৫ জন। সুস্থতার হার ৯১.৮০, সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৫২৮টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪২ লাখ ৬৪ হাজার ৫৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৮০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

এর আগে শনিবার (১৩ মার্চ) দেশে আরও এক হাজার ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১২ জন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2