ছেলের বিয়ের দিন মায়ের মৃত্যু, প্যান্ডেলেই হলো শেষ গোসল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:০৬ পিএম, ৩ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:৪৮ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় একমাত্র ছেলের বিয়ের দিন মারা গেলেন মা। বিয়ে বাড়ির আনন্দ এ ঘটনায় পরিণত হয়েছে শোকে। বিয়েটাও হয়নি, শেষ গোসল দিতে হলো প্যান্ডেলেই। জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটে। ওই এলাকার কালাম মৃধার স্ত্রী নিহত নাজমা বেগম।
পরিবার জানায়, নাজমা বেগমের চার সন্তানে মধ্যে একমাত্র ছেলে মাহবুব রনি । শুক্রবার তার বিয়ের দিন ছিল। আগের রাতে গায়ে হলুদ হওয়ায় আত্মীয়-স্বজনে ভরপুর ছিল বাড়ি।
উৎসব মুখর পরিবেশে নতুন বউ আনতে যাওয়ার আগেই রনির মা অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে নিহত ঘোষণা করেন। নাজমা বেগমের এ খবর ছড়িয়ে পড়তেই বিয়ে বাড়ির উৎসব শোকে পরিণত হয় ।
নাজমা বেগমের ছেলে জানান, শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তার মাকে দাফন করা হয়েছে স্থানীয় কবরস্থানে। এ কারণে শেষ পর্যন্ত বিয়েটি হয়নি। বিয়ের তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে।