সপ্তাহ শেষেই আসছে হাড় কাঁপানো শীত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:১৫ পিএম, ১০ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৮:১৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
পৌষের শেষ দিকে এসে বিদায় নিয়েছে কিছু দিন ধরে চলা শৈত্যপ্রবাহ। তবে আগামী সপ্তাহের শেষ দিকে অর্থাৎ মাঘের শরুতে উত্তরাঞ্চল থেকে ফের ধেয়ে আসতে পারে হাড় কাঁপানো শীত। নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হলে তা তীব্র আকার ধারণ করতে পারে বলে আভাস দেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।
আজ শনিবার আবহাওয়াবিদ আরিফ হোসেন জানিয়েছেন, কয়েকদিন ধরে একটু গরম ছিল। তবে শানিবার ঢাকায় বাতাস বেশি থাকার কারণে কিছুটা শীত অনুভূত হচ্ছে। তবে সামনে যে শৈত্যপ্রবাহ আসবে, তা রাজধানী ঢাকায় কোনো প্রভাব ফেলবে না। যশোর, সাতক্ষীরা, রংপুর ও রাজশাহী বিভাগ, অর্থাৎ উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাতও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।