avertisements 2

স্বামীর পেনশনের টাকা তুলে খালি হাতে ফিরলেন রাবেয়া বেগম!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৩৯ পিএম, ৭ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:০২ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

স্বামীর পেনশনের টাকা তুলে ব্যাংক থেকে বের হওয়ার সময় এক ছিনতাইকারী রাবেয়া বেগম নামে এক বৃদ্ধার টাকাগুলো নিয়ে চোখের পলকেই পালিয়ে গেছে। গতকাল বিকালে মাগুরা শহরে এ ঘটনা ঘটে। রাবেয়া মাগুরার সদর উপজেলার বাগবাড়িয়া স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রসুলের স্ত্রী। গ্রামের বাড়ি একই উপজেলার আলোকদিয়া মুন্সীবাড়ি।

বিকালে মাগুরা সোনালী ব্যাংকের প্রধান ফটকে অসহায় বৃদ্ধা কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমকর্মীদের জানান, তার স্বামী দুই বছর আগে মারা গেছেন। পরিবারে চার ছেলে ও তিন মেয়ে। ছোট দুটি ছেলে যমজ ও প্রতিবন্ধী। বাকি ছেলে দুটি বলতে গেলে বেকার। মেয়েদের বিয়ে হয়ে গেছে। এখন স্বামীর পেনশনের টাকাতেই চলে তাদের সংসার।

বৃদ্ধা রাবেয়া বেগম জানান, প্রতি মাসে তিনি একাই আসেন পেনশনের টাকা তুলতে। এদিনও এসেছেন তেমনি। ব্যাংকের তিনতলা থেকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ করেই এক যুবক তার সামনে এসে দাঁড়ায়। সরকার প্রত্যেককে করোনার ভাতা দিচ্ছে কিন্তু ভুল করে তাকে দেওয়া হয়নি; এসব কথা বলে তার কাছ থেকে উত্তোলিত ৬ হাজার ৪২৭ টাকা নিয়ে আসছি বলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ওই যুবকের নাম সোহাগ এবং গ্রামের বাড়ি মাগুরার বারাশিয়া গ্রামে বলে তাকে জানিয়েছিল। কিন্তু তাকে এখন দেখতে পাচ্ছি না। সে আমার টাকা নিয়ে চলে গেছে। কী করব এখন? সংসার চলবে কীভাবে?

অসহায় বৃদ্ধা ব্যাংকের সামনে দৌড়াদৌড়ি করছেন; আর কান্নাকাটি করছেন।

ব্যাংকের ফটকে প্রতারণার বিষয়টি মাগুরা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রশিদুল ইসলামকে জানালে তিনি বলেন, ব্যাংকে আটটি সিসি ক্যামেরা রয়েছে। কিন্তু কোনো ক্যামেরাই কাজ করে না। সংযোগটি দীর্ঘদিন নষ্ট হয়ে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো কাজ হয়নি। বিধায় ওই যুবকের ছবিও পাওয়া সম্ভব নয়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, এ বিষয়ে তার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2