avertisements 2

কক্সবাজারে কাউন্সিলর খুন, রহস্যময়ী তরুণীকে খুঁজছে পুলিশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫ | আপডেট: ০৮:২৬ পিএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫

Text

সংগৃহীত ছবি

কক্সবাজারে গুলিতে নিহত খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানী টিপুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর খুলনার দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়া স্কুল মাঠে জানাজা শেষে কৃষি কলেজ কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় কেসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এর আগে কক্সবাজার থেকে শনিবার ভোররাতে টিপুর মরদেহ দেয়ানার বাড়িতে পৌঁছালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিশেষ করে টিপুর স্ত্রী ও দুই সন্তানের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
 
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন হোটেল সি গালের সামনে টিপুকে গুলিতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার দুপুরে টিপুর বোনের স্বামী ইউনূছ আলী শেখ কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করেছেন। তবে ঘটনার পরপরই কেসিসির ১৬ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর হাসান ইফতেখার চালু এবং কক্সবাজারের ব্যবসায়ী ও শহরের টেকপাড়া এলাকার নুরুল কবির ভট্টুকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫।

তবে চালুর কক্ষে থাকা রিমি ওরফে রেমি জয়া ওরফে ডা. রেমী মণ্ডলকে খুঁজে পায়নি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। 
পুলিশ বলছে, রহস্যময়ী ওই নারীকে গ্রেপ্তার করতে পারলেই হত্যার কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। অপসারিত কাউন্সিলর হাসান ইফতেখার চালুর ওই হত্যার সঙ্গে জড়িত থাকা না থাকার বিষয়টি এখনো পরিষ্কার না হলেও তার বিরুদ্ধে খুলনায় অন্যান্য মামলা থাকায় তিনি যে দায় আপাতত এড়াতে পারছেন না, সেটিও অনেকটা স্পষ্ট। 

জনশ্রুতি রয়েছে, হাসান ইফতেখার চালু সেফ নামের একটি এনজিওর সব সম্পত্তি নিজের নামে আমমোক্তারনামা দলিল করে নিয়ে সেগুলো পর্যায়ক্রমে বিক্রি করে প্রচুর অর্থের মালিক হয়েছেন।

সরকার পতনের পর পাওনাদারদের পক্ষ থেকে একাধিক মামলা করা হয়। এর ফলে চালু ঢাকা-কক্সবাজারসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
টিপু হত্যার তিন কারণ : স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব, ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন ও আন্ডারওয়ার্ল্ডের সম্পৃক্ততা এই তিনটি কারণে কাউন্সিলর টিপু হত্যা হতে পারে বলে মনে করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। 

কে এই তরুণী

হোটেল গোল্ডেন হিলের ‘অতিথি লিপিবদ্ধ বই’-এ দেখা গেছে, আটক ইফতেখার, নিহত গোলাম রব্বানী টিপুর সঙ্গে রেমি (২৭) নামের এক নারীও সকাল ৭টায় হোটেলে ওঠেন। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আসা হোটেলটির অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান।

রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন হোটেল সি গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। তার পর থেকে রেমি পলাতক। 
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2