লাখো মানুষের ভালোবাসায় গোলাম সারোয়ার সাঈদীর শেষ বিদায়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৩৪ এএম, ২২ নভেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ১০:৫২ পিএম, ১৬ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় কসবার আড়াইবাড়ি দরবার শরীফের পীর ও আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর (৫৩) জানাজায় কয়েক লাখ মুসল্লি অংশ নিয়েছেন।
শনিবার আসরের পর দরবার শরীফের মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। মাঠ ছাড়াও বিভিন্ন সড়ক ও বাজারের রাস্তা-ঘাটে কয়েক লাখ মুসল্লি অংশ নিয়েছেন। প্রিয় এই মানুষটির মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
প্রখ্যাত এই আলেমে দ্বীনের জানাজায় অংশগ্রহণ করতে ছাত্র, মুরিদ, ভক্ত-আশেকানসহ বিভিন্ন এলাকার লোকজন দুপর থেকেই আসা শুরু করেন।
দরবার শরীফের মাঠ ছাড়াও মাদ্রাসা মাঠ, কসবা-সৈয়দাবাদ সড়ক, কসবা-কুটি চৌমহনী সড়ক, কসবা-নয়নপুর সড়ক, কসবা নতুনবাজার, কদমতলীর বিভিন্ন বাসাবাড়ির ছাদে মুসল্লিরা জানাজায় অংশ নিয়েছেন।
প্রখ্যাত এই আলেমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি জানাজায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতায় এই আলেমের পরিবারের প্রতি শোক ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মাওলানা গোলাম সারোয়ার সাঈদী ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যায় ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফস ও ডায়াবেটিস রোগে ভোগছিলেন। এরই মধ্যে আবার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। দীর্ঘ প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাত ৪টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন তিনি। প্রখ্যাত এই আলেম স্ত্রী ও চার পুত্রসন্তান রেখে গেছেন।
উল্লেখ্য, গোলাম সারোয়ার সাঈদী আড়াইবাড়ি দরবার শরীফের প্রতিষ্ঠাতা উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আবু সাঈদ আসগর আহমাদ আল কাদেরী পীর সাহেবের দৌহিত্র ও আড়াইবাড়ি দরবার শরীফের মরহুম পীর আল্লামা গোলাম হাক্কানীর সন্তান। তিনি আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

স্ত্রীর মরদেহ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া সেই স্বামী গ্রেপ্তার

কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই: সারজিস আলম

আবু ত্বহা আদনানের ‘অন্ধকার জীবন’ নিয়ে স্ত্রীর অভিযোগ

অজ্ঞাত স্থান থেকে নিখোঁজ ২ বোনের ভিডিওবার্তা, দিলেন ‘ধর্মান্তরিতের’ খবর
