avertisements 2

সফেদনামা

অজল জালাল
প্রকাশ: ০৯:১২ পিএম, ২১ এপ্রিল, বুধবার,২০২১ | আপডেট: ০৩:৫৮ পিএম, ২ ফেব্রুয়ারী,রবিবার,২০২৫

Text

একটা সময় ছিল 

যখন কালা ধলারে

উপহাস করতো

যা যা করে উপড়ে ফেলতো।

সতেজ সবুজ থাকার সঙ্গী

খেজাবের সেকি কদর! 

ওই খেজাবেই বিশটা বছর

তিনকুড়ি পেরিয়েও চল্লিশ।

ইন্দ্রের ছন্দপতনে গুলিয়ে গেল সব

করোনার ছোবলে স্তব্ধ জনপদ।

ব্যক্তি জীবনেও তার বিকট ধারন

বিশোর্ধ যুবাদের হয়তো ফ্যাশন

চল্লিশ ও তদুর্ধ! ওরা আজ অরিজিনে।

কাঁচাপাকা থেকে সফেদ শুভ্র

শশ্রুমন্ডিত সৌম্য গুরুজন।

আমিও ওই পথে

পঞ্চাশ বর্ষ আগে

পিতার অবিকল অবয়বে।

বন্ধুরা! তোমরাও কি?

 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2