avertisements 2

সংস্কার না সৎকার

অজল জালাল
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ ফেব্রুয়ারী,রবিবার,২০২৫ | আপডেট: ১০:২৯ পিএম, ২৩ ফেব্রুয়ারী,রবিবার,২০২৫

Text

এরা তো জন্ম থেকেই জ্বলছে

খানাখন্দে ভরা এদের চলার পথ

সংস্কার! কাদা প্যাঁকে ঠাঁসা গা

মাসলম্যান দাদাগিরির চলন

চর্চা বা তৃণমূলীয় শেকড় একেবারে শুন্য

মাসল,মস্তানী আর ব্যক্তি ইমেজ

কোনটা থুয়ে কোন্‌টা নেবে!

পিতা পুত্র জায়া সুতি এদের শেকড়।

ব্যাশ! সেটা নিয়েই যত ফুটানী

পরম্পরার ভারে বশংবদ এরা।


মানুষ বদল চায় – বদলাতে চায় 

অভ্যেসের বদল, চলন-বলনের বদল।

পাঁচটি দশক! দৌর্দন্ড প্রতাপের রাজনীতি

খাবি খাওয়া গণতন্ত্র ব্যক্তি ইজারায়।

পাঞ্চাশ বছরের চলন-বলনে আঁশুটে গন্ধ

আমজনতা,নতুন প্রজন্ম! ওরা বীতশ্রদ্ধ।

সামান্য এক কোটা- ভর্তি চাকরীর,

তরুন প্রজন্মের বিরোধী আন্দোলন 

কোটার এই বিষ্ফোঁড় বাংলায় জমে থাকা

সমস্ত বৈষম্যের সূত্র-অবশেষে গণঅভুত্থান।


তা না হয় হোল! গনেশ উল্টালো

টিকমারা ডেপুটিরা! চেয়ারে এখনো-

সেটার কি হবে! ঘাপটি মারা কারা ওরা!

জয়-জিন্দাবাদের কড়া ভাজা পিয়াজু।

এদেরকে সঙ্গী করে নতুনের কেতন!

কে উড়াবে! ব্যাটন ধরার শক্ত হাত

ওকে শক্ত করার অনুসঙ্গেই ঘুণ!

যতই ফাল পাড়না কেন মিয়ারা!

বেলুনের গ্যাসে বড় ভেজাল

বাঙালীর ফুটো চালে বারমাসি ইঁদুর।


৫ই আগষ্ট হোল - কি চমৎকার!

স্বস্তির নিশ্বাস-পেটের গ্যাস মাথার ঝিমুনি

হালকা হোল-কচি কাঁচাদের মাঠ দখল- 

বাতাস একটু নির্মল হোল। কিন্তু ধর্ম আর

পনেরোর জমাট বাঁধা কাদে শীত ঘুমের

কই,মাগুর,গুঁচিরা!চোতের ক’ফুঁটা বৃষ্টিতে

খল-বলিয়ে জলাশয় দখলের মচ্ছবে।

তাইতো দেখছি! কি হবে এদের দিয়ে?

সুতরাং বদল তো পুরোটাই চাই -দেখো!

সংস্কার যেন সৎকারের স্মশানে না উঠে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2