লোডশেডিং যে কাজগুলো করলে বিদ্যুৎ সাশ্রয় হবে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০২:২৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
যুদ্ধ পরিস্থিতিতে উত্তপ্ত বিশ্ব। আর এতে করে জ্বালানিসহ বিভিন্ন খাতে দেখা দিয়েছে অস্থিরতা। বিশ্বব্যাপী ছড়িযে পড়া অস্থিরতার প্রকোপ লেগেছে বাংলাদেশেও। ফলে জ্বালানি সঙ্কটের দেখা দিয়েছে। আর বিদ্যুৎ উৎপাদন সাময়িক বিঘ্ন হচ্ছে।
দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। যার মধ্যে অন্যতম হলো- রাত ৮টার পর দোকানপাট, শপিংমল বন্ধ রাখা, মসজিদে এসি না চালানো, সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখা ইত্যাদি।
এই পরিস্থিতিতে সচেতন নাগরিক হিসেবে প্রতিটা মানুষেরই উচিত বিদ্যুৎ অপচয় রোধ করা। আমরা নিজেদের অজান্তে প্রতিদিনই অনেক বেশি বিদ্যুৎ অপচয় করে ফেলি। একই সঙ্গে দিনকে দিন বাড়তে থাকা প্রযুক্তির পরিমাণ তো আছেই।
বিদ্যুৎ ব্যবহারের সময় তা অপচয় হচ্ছে কি না সে বিষয়টিও মাথায় রাখতে হবে। চলুন জেনে নেওয়া যাক বিদ্যুৎ অপচয় রোধে কী করণীয়-
* ভালো মানের ইলেকট্রনিক্স ব্যালেষ্ট ব্যবহার।
* ফ্যানের ইলেকট্রনিক্স রেগুলেটর ব্যবহার।
* বিভিন্ন পয়েন্টে অযথা চার্জার না লাগিয়ে রাখা।
* প্রয়োজন ব্যতীত ওভেন, পিসি ইত্যাদি বন্ধ রাখা।
* বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করা।
* অ্যানার্জি সেভার বাল্ব ব্যবহার।
* যথাসম্ভব ওয়াশিং মেশিন পরিহার করা।
* ড্রায়ার বা ফ্যান ছেড়ে কাপড় না শুকানো।
* রেফ্রিজারেটরের কয়েল পরিষ্কার রাখা।
* কাপড় কম ইস্ত্রি করা।
* এসির বদলে ফ্যানে অভ্যস্ত হওয়া।
* পানি গরম করতে গিজার বা হিটার ব্যবহার না করা।
* ঘর থেকে বের হওয়ার সময় অপ্রয়োজনীয় সব সুইচ বন্ধ করা।
* মাইক্রোওয়েভ, রাইস কুকার, কারি কুকার ইত্যাদি যথাসম্ভব ব্যবহার না করা।
* ডিম লাইট ও বেলাষ্ট ডিম লাইট ব্যবহার করা।
* সম্ভব হলে লাইট না জ্বালিয়ে জানালা-দরজা খুলে রাখা।
* দিনের বেলা উৎসব- অনুষ্ঠান করা। যাতে আলোকসজ্জা না লাগে।
* বিভিন্ন প্রতিষ্ঠানে অযথা বাতি না জ্বালানো।
সূত্র: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট