অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ২ এপ্রিল,
বুধবার,২০২৫ | আপডেট: ০২:১৩ এএম, ২৩ আগস্ট,শনিবার,২০২৫

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন হাই কমিশনার এফ. এম. বোরহান উদ্দিন আজ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ অব অস্ট্রেলিয়ার গভর্নর-জেনারেল, মাননীয় স্যাম মোস্টিন এসি-এর কাছে তার পরিচয়পত্র (Letter of Credence) পেশ করেছেন। ক্যানবেরার গভর্নমেন্ট হাউসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই পরিচয়পত্র প্রদান করেন।
হাই কমিশনার এফ. এম. বোরহান উদ্দিন গভর্নর হাউসে পৌঁছালে তাকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (DFAT) প্রধান প্রোটোকল অফিসার জনাথন মুইর স্বাগত জানান।
অনুষ্ঠানে গভর্নর-জেনারেল নতুন হাই কমিশনারকে অভিনন্দন জানিয়ে তার দায়িত্ব পালনকালে সাফল্য কামনা করেন। এ সময় হাই কমিশনার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং দেশের জনগণের শুভেচ্ছা গভর্নর-জেনারেলের প্রতি পৌঁছে দেন। গভর্নর-জেনারেলও আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন। পরে, গভর্নর-জেনারেল তার ব্যক্তিগত কার্যালয়ে হাই কমিশনারকে আমন্ত্রণ জানান এবং তারা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে গভর্নর-জেনারেলের দাপ্তরিক সচিব জেরাল্ড মার্টিন পিএসএম, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি ক্যাটরিনা কুপার এবং বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
