লুটপাটের রাজনীতিবিদদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা নয়: নাহিদ ইসলাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ মার্চ,শুক্রবার,২০২৫ | আপডেট: ১১:০১ এএম, ২৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৬
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১৫ বছর হাসিনার নিপীড়নের শিকার যারা হয়েছেন, তাদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু যারা লুটপাটের রাজনীতি করে, তাদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা নয়। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীতে ২০২১ সালের আগ্রাসনবিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদির বাংলাদেশে আগমন জনগণ প্রত্যাখ্যান করেছিল বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।
নাহিদ ইসলাম বলেন, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
দলের কার্যক্রম নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে ঈদের পর কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। স্বৈরশাসকরা নির্যাতন চালালে এক সময় বিচার হয়, সেটা নিশ্চিত করতে হবে সরকারকে।’
নাহিদ আরও বলেন, ‘ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে আপনাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন: তারেক রহমান
একটি দল শুধু ঠকাচ্ছেই না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে: তারেক রহমান
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা
আঙুল উঁচিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা





