avertisements 2

শিম্পাঞ্জির চিত্রকর্ম দেখে অবাক শিল্পপ্রেমীরা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ মার্চ,বৃহস্পতিবার,২০২৫ | আপডেট: ০৯:৩৩ এএম, ২ এপ্রিল, বুধবার,২০২৫

Text


ছবি: সংগৃহীত

বেরঙিন ক্যানভাস সাজবে আবার, রংধনু রং মেখে…বসন্তেরও হিংসে হয়, বৃষ্টির পর প্রকৃতির সৌন্দর্য দেখে। আর মানুষের হিংসে হতে পারে একটি শিম্পাঞ্জির আঁকা চিত্রকর্ম দেখে। বলছি যুক্ত্রাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরের জুওলজিক্যাল ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশনে বেড়ে ওঠা এক শিম্পাঞ্জির কথা। নাম তার লিম্বানি।

এই বিশেষ শিম্পাঞ্জি রংতুলি দিয়ে আঁচড় কেটে সাধারণ ক্যানভাসকে পরিণত করতে পারে অসাধারণ চিত্রকর্মে। নানা রঙের মিশেলে বিভিন্ন ধরণের ছবি আঁকে সে। লিম্বানির এমন শৈল্পিক দক্ষতা, ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে শিল্পপ্রেমী মানুষের মনে।

জুওলজিক্যাল ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশনে বিশেষ যত্নে বড় হওয়া লিম্বানি ধীরে ধীরে অর্জন করেছে মানুষের মত বিশেষ কিছু বৈশিষ্ট্য ও গুণ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ৮ বছর বয়সী প্রাণীটি।

প্রাণীদের জন্য আরও ভালো পরিবেশ নিশ্চিত করতে তার নামের ইন্সটাগ্রাম এ্যাকাউন্টের মাধ্যমে ফান্ড সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লিম্বানির চিত্রকর্মের প্রতি মানুষের আগ্রহের কারণে বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে এসব শিল্পকর্ম। এমনকি চিত্রকর্মগুলো সংরক্ষণেরও যথাযথ পরিকল্পনা চলছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2