avertisements 2
Text

রাশেদুল ইসলাম

ক্ষমতা মানেই ক্ষমতাহীনতা (শেষাংশ)

প্রকাশ: ১২:২২ এএম, ৭ নভেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০৮:১৯ পিএম, ৩ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

Text

প্রেম অন্ধ । প্রেমকে অন্ধ বলা হয় এই কারণে যে, একজন চক্ষুষ্মান মানুষ স্বাভাবিক অবস্থায় যা না করে, একজন প্রেমেপড়া মানুষ তাই করে । ‘তোমাকে ভালোবাসি’ এই  কথাটি বলতেই একজন প্রেমিকের  গলা শুকিয়ে আসে, প্রচণ্ড শীতের মাঝেও দর দর করে ঘামতে থাকে সে । নির্জন জায়গায়  একজন প্রেমিক অবলীলায় মশার কামড় খেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে পারে । অথচ, স্বাভাবিক অবস্থায় এ সবের কোনটাই পারে না সে । আবার ক্ষমতার দম্ভও মানুষকে অন্ধ করে । একজন ক্ষমতায় অন্ধ  মানুষ  বয়োবৃদ্ধ একজন  মানুষকে সকলের সামনে ঠাস  ঠাস করে গালে চড় মারতে পারে । সুন্দরী কোন মেয়েকে প্রকাশ্য  রাস্তায় গায়ে হাত দিতে পারে সে ।   অথচ, একজন স্বাভাবিক মানুষ এসবের কিছুই  করতে পারে না ।  এখন প্রশ্ন হতে পারে,  ক্ষমতার দম্ভ কি ?

এক কথায় উত্তর দিলে বলতে হয়,   ক্ষমতার বদহজমের নামই  ক্ষমতার দম্ভ । ক্ষমতার নিজস্ব একটা উত্তাপ থাকে। গরম থাকে । ক্ষমতাবান অনেকেই সেই উত্তাপ বা গরম  সহ্য করতে পারে না । তখন  তা তার শরীরে এক ধরণের বদহজম তৈরি করে । এই বদহজম প্রকাশের নামই  ক্ষমতার দম্ভ ।

 অনেক কারণেই একজন মানুষ ক্ষমতাবান হতে পারে  । তবে যে কারণেই ক্ষমতাবান হোক   না কেন , ক্ষমতা প্রথমত  মানুষকে সাধারণ মানুষ থেকে আলাদা করে । হঠাৎ  একজন যখন টাকার মালিক হয়, তখন  সেই টাকা তাকে ক্ষমতাবান করে । টাকার ক্ষমতায়  ক্ষমতাবান একজন মানুষ  যাদের টাকা নেই, বা তার তুলনায় কম টাকা আছে,  তাদেরকে  সে নিকৃষ্ট ভাবে । শারীরিক শক্তির দিক দিয়ে যে  বেশী বলবান,   সে  অপেক্ষাকৃত দুর্বল মানুষদের চেয়ে  নিজেকে শ্রেষ্ঠতর মনে করে । অস্ত্রধারী একজন মানুষ  নিরস্ত্র মানুষকে নিকৃষ্ট ভাবে । নীতিনির্ধারণ বা আইন প্রণয়নের ক্ষেত্রে ইংরেজদের সর্বোত্তম বিবেচনা করা হয় । অস্ত্রধারী এবং নিরস্ত্র মানুষের মধ্যে সমন্বয় সাধনের জন্য  ব্রিটিশ  আইনে অস্ত্রধারী ব্যক্তিদের অস্ত্র ব্যবহারের ক্ষমতা দেওয়া হয়নি । অস্ত্র ব্যবহারের আদেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে  নিরস্ত্র ব্যক্তিদের ( যেমন একজন ম্যাজিস্ট্রেট) । আবার নিরস্ত্র ব্যক্তিকে অস্ত্র রাখার ক্ষমতা দেওয়া হয়নি । যেসব দেশ  ব্রিটিশ প্রবর্তিত এই নিয়মের বাইরে গেছে, তারাই সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সমস্যায় পড়েছে । 

একটি কল্পিত আদর্শ সমাজ ব্যবস্থায় কোন অস্ত্রধারী ব্যক্তিকে অস্ত্র ব্যবহারের ক্ষমতা দেওয়া হলে কোন সমস্যা নেই । কিন্তু সমাজটি যদি আদর্শ সমাজ না হয়, তখনই  সংকটের সৃষ্টি হয় । এ বিষয়ে একটি উদাহরণ দেওয়া যেতে পারে । উদাহরণটি ইসলামের প্রথম যুগের । তখন যুদ্ধের আগে বিবাদমান দুই দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুজনের মধ্যে মল্লযুদ্ধ হতো । সেই মল্লযুদ্ধের ফলাফল অনেক সময় উভয়পক্ষ নিজেদের জয়পরাজয় হিসাবে মেনে নিত ।  এ রকম একটি যুদ্ধে হযরত আলী (রাঃ)  একটি মল্লযুদ্ধে অবতীর্ণ হন । অনেকেই জানেন শারীরিক শক্তি বিচারে হযরত আলী (রাঃ) কে শের- -এ-  খোদা বলা হত । শের- এ -খোদা অর্থ  ‘আল্লাহর বাঘ’ ।  যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী (রাঃ) যখন প্রতিপক্ষকে ধরাশায়ী করে তলোয়ার  দিয়ে আঘাত করতে যাবেন;  তখনই লোকটি নিচে থেকে তাঁর  মুখে একগাল  থুথু ছিটিয়ে দেন । সাথে সাথে হযরত আলী (রাঃ) লোকটিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ান । সে আমলে এ ধরণের পরাজিত কাউকে হত্যা না করা পরাজিত লোকটির জন্য অনেক বেশী অপমানকর গন্য করা হত । লোকটি তাই শুয়ে থেকেই চিৎকার করতে থাকে, ‘তুমি আমাকে হত্যা কর, হত্যা কর । তুমি দেরী করছ কেন ? আমাকে হত্যা কর ।‘  হযরত আলী (রাঃ)  ধীরে ধীরে বলেন, ‘দেখ,  তোমার সাথে আমার ব্যক্তিগত কোন শত্রুতা নেই । আমি আমার ধর্ম রক্ষার কারণেই তোমার সাথে যুদ্ধ করেছি । কিন্তু যখন তুমি আমার মুখে থু থু  দিয়েছো;  তখন তোমার উপর আমি রেগে গেছি । এখন যদি তোমাকে আমি হত্যা  করি,  তাহলে তা হবে আমার ব্যক্তিগত রাগের কারণে হত্যা । ধর্মের কারণে নয় । তাই তোমাকে আমি হত্যা  করব না ।‘ 

একজন মানুষ যদি  হযরত আলী (রাঃ)’ র মত ব্যক্তিগত রাগবিরাগকে নিজের পেশার সাথে গুলিয়ে না ফেলেন,  তাহলে যেকোন ব্যক্তিকে  যেকোন ধরণের ক্ষমতা দিলে কোন অসুবিধা হয় না । আমাদের নীতিনির্ধারক মহল যখন শপথ বাণী পাঠ করেন;  তখন তাঁরা এই কথাই বলেন যে, তাঁরা ব্যক্তিগত লোভ লালসা, রাগবিরাগের বাইরে থেকে দায়িত্ব পালন করবেন । আর আমরা যারা কোন শপথবাক্য পাঠ করিনে, তারাও কিন্তু দায়িত্ব মুক্ত নই । আমরাও  যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করবো  – এটাই আদর্শ সমাজ ব্যবস্থার কথা । কিন্তু, বাস্তবে তা  কি হয় ? 

বাস্তবে আমাদের সমাজে কি হয় এবং কি হচ্ছে তা সকলের জানা । আমি সে আলোচনায় যাব না । আমি শুধু এ বিষয়ে ধর্মের কী  বিধান  রয়েছে সেই কথাটিই বলব । এ বিষয়ে  প্রধান প্রধান সব ধর্মের বিধান মূলত একই । আমি ইসলাম ধর্মের কথাই  বলব ।

ইসলাম ধর্মের বিধান মতে মানুষ বা অন্য কোন  প্রাণীকে  কোন ক্ষমতা দেওয়া হয়নি । প্রকৃত ক্ষমতার মালিক স্বয়ং আল্লাহ নিজে। মানুষের আপাত দৃষ্টিতে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা মূলত তাকে পরীক্ষা করার জন্য । যেমন, একজনকে টাকা দিয়ে ক্ষমতাবান করা হয়েছে । কিন্তু ধর্মের বিধান অনুযায়ী সেই  টাকার মালিক সে একা নয় । এই টাকার মধ্যে তার গরীব আত্মীয়স্বজন এবং সমাজের অনেকের অধিকার রয়েছে । এই টাকা দিয়ে সে  নিজের ও পরিবারের জীবনযাত্রা ব্যয় নির্বাহ করার পাশাপাশি অন্যান্য কল্যাণকর কাজ করবে-  এটাই ধর্মের বিধান ।  যাকে শারীরিক শক্তির  ক্ষমতা দেওয়া হয়েছে;  যাকে চেয়ারের ক্ষমতা দেওয়া হয়েছে-  এ সব ক্ষমতা কারো একান্ত ব্যক্তিস্বার্থে ব্যবহারের জন্য দেওয়া হয়নি । সমাজের অনাহারী মানুষ, বিপদে পড়া মানুষ যখন যে কোন একজন ক্ষমতাবান মানুষের কাছে আসে, তখন তারা করজোড়ে সাহায্য প্রার্থনা করে । বলে, ‘উপরে আল্লাহ, নীচে তুমি, তুমি আমাকে সাহায্য কর ।‘ সেই মুহূর্তে সেই ক্ষমতাবান মানুষকে  সত্যিই তার কাছে আল্লাহর মতই ক্ষমতাবান মনে হয় । আর আল্লাহ প্রদত্ত  সেই ক্ষমতা নিয়ে যারা সুযোগের সদ্ব্যবহার করে;  যারা তার উপকার না করে ক্ষতি করে; তার কৈফিয়ত স্বয়ং আল্লাহর কাছেই তাকে দিতে হবে । এটাই ধর্মের অমোঘ বিধান ।

মহান আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন ।

ইস্কাটন, ঢাকা । ৩০ অক্টোবর, ২০২০ । 


 

বিষয়: প্রেম
avertisements 2
অবশেষে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ইউনূস-মোদি
অবশেষে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ইউনূস-মোদি
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ
মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ২৭০০
মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ২৭০০
সবার আগে ঈদের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া
সবার আগে ঈদের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া
বড় ভূমিকম্পের শঙ্কা বাংলাদেশে, উচ্চ ঝুঁকিতে ৪ অঞ্চল
বড় ভূমিকম্পের শঙ্কা বাংলাদেশে, উচ্চ ঝুঁকিতে ৪ অঞ্চল
ডিসির বাংলোর গর্তে মিললো সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট
ডিসির বাংলোর গর্তে মিললো সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট
ফ্ল্যাট, প্লট, ঘের, খামার—সবই আছে অপূর্বর
ফ্ল্যাট, প্লট, ঘের, খামার—সবই আছে অপূর্বর
২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ
২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ
ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়ল ভবন, আটকা ৪৩
ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়ল ভবন, আটকা ৪৩
লুটপাটের রাজনীতিবিদদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা নয়: নাহিদ ইসলাম
লুটপাটের রাজনীতিবিদদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা নয়: নাহিদ ইসলাম
শেখ হাসিনা এখন বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নের কাঁটা
শেখ হাসিনা এখন বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নের কাঁটা
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাব
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাব
গোপন গ্রুপ চ্যাটে সাংবাদিক, যুদ্ধ পরিকল্পনা ফাঁসে চাপে ট্রাম্প
গোপন গ্রুপ চ্যাটে সাংবাদিক, যুদ্ধ পরিকল্পনা ফাঁসে চাপে ট্রাম্প
শিম্পাঞ্জির চিত্রকর্ম দেখে অবাক শিল্পপ্রেমীরা
শিম্পাঞ্জির চিত্রকর্ম দেখে অবাক শিল্পপ্রেমীরা
রমজানের ২৪ দিনেই প্রবাসী আয়ে নতুন রেকর্ড, এলো ২৭০ কোটি
রমজানের ২৪ দিনেই প্রবাসী আয়ে নতুন রেকর্ড, এলো ২৭০ কোটি
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2