
রাশেদুল ইসলাম
শহীদ বুদ্ধিজীবী স্মরণে
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:১৯ এএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, যে সকল বুদ্ধিজীবীকে হত্যা করা হয়, তাঁরা কেউ সাধারণ মানুষ ছিলেন না । তাঁদের সকলেই কোন না কোন বিষয়ে সৃষ্টিশীল মানুষ ছিলেন । সভ্যতার অগ্রগতিতে কেবলমাত্র এ ধরণের সৃষ্টিশীল মানুষেরাই তাঁদের কথা ও কাজ দিয়ে সমাজকে দিক নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যান । সাধারণ মানুষ তাঁদের অনুসরণ করে মাত্র । এ কারণেই বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র দুদিন আগে সুপরিকল্পিতভাবে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, যেন ভবিষ্যতে বাংলাদেশ কখনো বিশ্বে গৌরবজনক অবস্থানে যেতে না পারে ।
প্রকৃতপক্ষে চিন্তাশক্তি ও বুদ্ধি মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছে । কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমরা অধিকাংশ মানুষ সমাজ অগ্রগতির নিয়ামক এই চিন্তা বা বুদ্ধির চর্চা করিনে । আমাদের দেশের প্রায় সকল মানুষই ধর্মভীরু । কিন্তু ধর্ম বোঝার জন্যও আমরা আমাদের চিন্তা বা বুদ্ধি প্রয়োগ করতে চাই নে । ফলে আমাদের নিজেদের ধর্মও আমরা ঠিকমত বুঝতে পারিনে ।
পবিত্র কোরআনে বলা হয়েছে মহান আল্লাহ্ বিশ্বব্রহ্মাণ্ডকে সমানুপাতিক এবং ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছেন । এখানে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে,
কিভাবে এই পৃথিবী ভারসাম্যপূর্ণ ?
এই ভারসাম্য কি স্থায়ী ? না নষ্ট হতে পারে ?
আর ভারসাম্য নষ্ট হলে আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষের কাজ কি ?
ধর্মের এসব বিষয় শুধু পড়ার বিষয় নয় । বোঝার বিষয় । চিন্তার বিষয়। করণীয় নির্ধারণের বিষয়। সমাধানে বুদ্ধিবৃত্তি প্রয়োগের বিষয় ।
এখানে শুধু কোরআনের একটিমাত্র আয়াতের কথা বলা হয়েছে । এভাবে কোরআনের প্রতিটি আয়াতে এ ধরণের বোঝা ও চিন্তার বিষয় রয়েছে । কিন্তু সাধারণ মানুষ এসব চিন্তা ও সে অনুযায়ী বুদ্ধি প্রয়োগের বিষয় ভাবে না ।
আবার মানুষ এমন একটা প্রাণী যে, ধর্ম বিষয়ে কোন জ্ঞান না থাকলেও শুধু নিজের সহজাত বিচারবুদ্ধি দিয়ে কাজ করে একজন মানুষ অনেক বড় ধার্মিকের মত কাজ করতে পারেন । হয়ত এ কারণেই ভিন্ন ধর্মের কোন বিজ্ঞানী যখন নতুন কিছু আবিস্কার করেন, তখন অনেক মুসলমান দাবী করেন যে, পবিত্র কোরআনে আগেই তা বলা হয়েছে । কিন্তু যে বিজ্ঞানী তা আবিস্কার করেন, তিনি হয়ত কোন ধর্মই বিশ্বাস করেন না । তাহলে একজন বিজ্ঞানী আবিস্কার করেন কিভাবে ? আসলে মানুষের কোন কিছু আবিস্কার করার সবচেয়ে বড় কৃতিত্ব তাঁর নিজের সহজাত বিচারবুদ্ধির ।
প্রকৃতপক্ষে কেবলমাত্র মানুষের সহজাত বিচারবুদ্ধির সঠিক প্রয়োগই একজন মানুষকে সৃষ্টির সেরা জীবে রুপান্তর করতে পারে । এর জন্য প্রয়োজন একনিষ্ঠ চিন্তা বা ধ্যান । হয়ত এ কারণেই হাদিসে বলা হয়েছে, এক ঘণ্টার ধ্যান বা গভীর চিন্তা ৭০ বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম ।
যৌক্তিক কারণেই বুদ্ধিজীবীগণ একটি দেশের জন্য মহামূল্যবান সম্পদ । ১৯৭১ সালের এই দিনে যারা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিলেন বা সেই হত্যাযজ্ঞে সহায়তা দিয়েছিলেন, তাঁরা সত্যই গর্হিত অন্যায় করেছেন ।
আমি ১৯৭১ সালের এই দিনে বা স্বাধীনতা যুদ্ধের অন্য কোন সময়ে যে সকল বুদ্ধিজীবী নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাঁদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি । মহান আল্লাহ্ তাঁদের আত্মার শান্তি নিশ্চিত করুন এবং বেহেশত নসিব করুন । আমিন ।
১৪ ডিসেম্বর, ২০২১ । ইস্কাটন, ঢাকা ।

পলাতক, লুটেরাদের নির্লজ্জ জীবন!

এটি কি ভারতের ‘ফলস ফ্ল্যাগ’ নাটক?

দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ব্যক্তি শনাক্ত, কর নথি তলব

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৩ শতাংশে নেমে আসবে

কাশ্মীরে ঘটনায় মোদিকে ড. ইউনূসের বার্তা

পদ পেতে ‘স্ত্রীকে তালাক’, ছাত্রনেতাকে অব্যাহতি

হঠাৎ সরিয়ে দেয়া হলো দুই উপদেষ্টার এপিএসকে

টিকটকে পরিচয় থেকে বিয়ে, নববধূকে ফেলে স্বামী লাপাত্তা

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ফের রেকর্ড

ভারতীয় গোয়েন্দা সংস্থার ‘র’ এর ঢাকার স্টেশন চিফের নাম প্রকাশ

হঠাৎ কেন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে , ভয়াবহ পরিকল্পনা ফাঁস!

ছোটবেলার ক্রাশ, এখনো কত সুন্দর আপনি

এমন শাসক আর শাসনই আমাদের স্বপ্নময় ছিল!

ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বিএনপি

শিশুসন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন নিষ্ঠুর মা!

দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!

গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!

কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক

সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু

সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন

অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ

অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা

কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার

হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার

খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি

কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু

মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু

হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
