avertisements 2
Text

রাশেদুল ইসলাম

নাসির আর নেই

প্রকাশ: ১২:০০ এএম, ৮ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:১৪ এএম, ১২ মার্চ,মঙ্গলবার,২০২৪

Text

ভোরবেলায় গ্রামের ফোন । ওপাড়ার মিজানুর জানাল,  নাসির মারা গেছে । আমার বন্ধু নাসির । মাত্র কয়েকদিন আগে নাসির আমাকে ফোন করে । অবসরে যাওয়ার পর আমি কি করছি - এটাই তার জানার বিষয় ছিল । আজ সংবাদ পেলাম সে মারা গেছে ।
 কিছুক্ষন পর নুর ইসলাম ফোন করে । সেও নাসিরের মৃত্যু সংবাদ দিতে চায় ।
 নাসির এবং নুর ইসলাম আমার প্রাইমারি স্কুল জীবনের বন্ধু ।   
গ্রামের প্রাইমারি স্কুলে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে আমি প্রথম ছিলাম । নুর ইসলাম দ্বিতীয়, আর নাসির ছিল তৃতীয় । আমি তিনজনের মধ্যে ফার্স্ট । এ নিয়ে অনেক বিড়ম্বনার কথা আমি কয়েকবার  লিখেছি ।
নুর ইসলাম অনেক আগে গ্রাম থেকে চলে যায় । আমার সাথে কোন যোগাযোগ ছিল না  তার । অনেক বছর পর তার ছেলে যখন পরীক্ষায়  অনেক ভালো রেজাল্ট করে, জেলা প্রশাসকসহ অনেক ঊর্ধ্বতন গণ্যমান্য ব্যক্তিবর্গ যেদিন তার মত গরীবের বাড়িতে অভিনন্দন জানাতে যান;  সেদিনই সে আমাকে টেলিফোন করে । এর আগে কখনও সে আমার সাথে কথা বলেনি । তাতেই আমার মনে হয়,  সেই প্রাইমারি স্কুলে ফার্স্ট-সেকেন্ড হওয়ার কথা সে মনে রেখেছে । সেদিনই আমি জানতে পারি,  তার খালাসী জীবনের কথা । তার জীবনযুদ্ধের কথা । সে যে বেতনের কথা বলে, তা একজন পোশাক কারখানার কর্মীর থেকেও কম । একজন অতি স্বল্পবেতনে চলা একটি মালবাহী জাহাজের খালাসী হয়েও  তার প্রতিযোগিতার কথা ভোলে নি সে । এ ধরণের অদম্য ইচ্ছাশক্তি নিয়ে জীবনযুদ্ধে এগিয়ে চলা মানুষকে আমি সতত বিনম্র শ্রদ্ধা জানাই। আমার অনেকবার ইচ্ছে হয়েছে,  একবার খুলনায় গিয়ে  খোলা মালবাহী জাহাজের পাটাতনে বসে খালাসী নুর ইসলামদের সাথে একবেলা খাওয়ার । কিন্তু ব্যাটেবলে মেলাতে পারিনি কখনও । 
আমি বলছিলাম বন্ধু নাসিরের কথা । সে কোথায় যেন লজিং থাকত । এসএসসি পাস করার পর সে গ্রামে চলে আসে । ব্যবসা বানিজ্য শুরু করে সে । কয়েক বছর আগে পাশের গ্রামে বাড়ি করে সেখানে চলে যায় । তবে  বিভিন্ন অসুখের কারণে বিগত কয়েক বছর তার বেশ খারাপ যাচ্ছিল । তবে আমার সাথে সব সময় তার যোগাযোগ ছিল । 
গ্রামে দিন মজুর শ্রেণির অনেক বন্ধুবান্ধব আছে আমার । তাদের সাথেও আমার যোগাযোগ আছে। আমার এক বোনের শ্বশুর বাড়ি পাশের জেলার মনোহর পুর গ্রামে । আমি মায়ের সাথে ছেলেবেলায় কিছুদিন আমার বোনের বাড়ি ছিলাম । সেখানকার এসবিজিএম  প্রাইমারি স্কুলে আমি তৃতীয় শ্রেণিতে ভর্তি হই । ক্লাসে ২০/২৫ জন ছেলেমেয়ে । তাদের মাধ্যে একজনের নাম সুশীল । সে মুচিপাড়ার ছেলে । এ কারণে ক্লাসের এক কোণায় ছোট একটা বেঞ্চে তাকে আলাদা বসতে দেওয়া হত । সুশীলের সেই একা বসে থাকার ছবি আমার মনের মধ্যে স্থায়ী দাগ কেটে আছে । সুশীলের দুই ছেলে- সুদেব ও বাসুদেব । তাদেরও ছেলেমেয়ে আছে । এই সুশীল যে আমাকে বন্ধু বলে,  এটা নিয়ে আমার কয়েকজন আত্মীয় স্বজনের ঘোরতর আপত্তি ছিল । এতে তাঁদের সম্মানের হানি হয় বলে জানান তাঁরা । 
আমাদের সমাজে মানসম্মানের বিষয়টি  অনেক বড় ব্যাপার । কিন্তু কিসে মানুষের  মানসম্মান বাড়ে বা  কমে তার সুনির্দিষ্ট  কোন মানদণ্ড নেই । যে যার মত মানসম্মান গেল গেল বলে চিৎকার করে । তবে আমার নিজের এ বিষয়ে একটা ব্যাখ্যা আছে ।
আমি যেদিন সহকারি সচিব হিসেবে সচিবালয়ে যোগদান করি, তখন থেকেই আমার এলাকার মানুষ আমাকে সচিব হিসেবেই পরিচয় দেন । কিন্তু বাস্তবে সচিব হিসেবে কেউ জন্ম নেয় না । সেও একজন সাধারণ শিশুর মত জন্ম নেয় । হাজার রকম মানুষের সাথে মিলে মিশে সচিব  বা আরও বড় কোন পর্যায়ে তাকে   আসতে হয় । জীবনে চলার পথে ভিখিরি, পানবিড়ির দোকানদারসহ হাজারো পেশার মানুষের সাথে তার পরিচয় হয় । জীবন পথে চলার কোন এক পর্যায়ের একজন মানুষ যখন তাকে ভাই বা বন্ধু বলে পরিচয় দেয়, তখন কি সে অন্যায় করে ? আর ঘটনা যদি সত্যি হয়,  তাহলে তা  স্বীকার করা সম্মানের,  না অসম্মানের ?  সত্য কথা স্বীকার করাটা আমি নিজে সম্মানের মনে করি । তাই সকলের সাথে আমার পুরানো সম্পর্ক আমি শ্রদ্ধার সাথে স্মরনে রাখার চেষ্টা করি । 
অবশ্য এক্ষেত্রে আমার মায়ের ভূমিকা ছিল মুখ্য । আমার মা খুব গুছিয়ে কথা বলতে পারতেন না। কিন্তু বোবা ছেলেমেয়ের কথা মা যেমন বোঝেন, মা যদি বোবা হন, বা খুব গুছিয়ে কথা বলতে না পারেন, ছেলেমেয়েরাও  কিন্তু মায়ের সব কথা ঠিক ঠিক বুঝতে পারে ।  ধর্ম ও  সমাজের সবকিছু  নিয়ে আমার মায়ের একটা নিজস্ব ব্যাখ্যা ছিল । মা বলতেন, ‘মানুষ সব সমান । কোন মানুষকে কখনও অবজ্ঞা করবা না । সব মানুষের মুখ আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন । তাই কখনও কাউকে ‘তোর মুখে লাথি মারব’ এ রকম কথা বলবা না’ । মা তাঁর মণের গভীর বিশ্বাস থেকে কথাগুলো বলতেন । কেন যেন মায়ের  সেদিনের কথাগুলো আমার মনের বিশ্বাসের সাথে একাকার হয়ে আছে ।
আমি বলছিলাম নাসিরের কথা । আমার বন্ধু নাসির গতকাল রাত ১০ টায় মারা যায় । আজ সকাল ১০ টায় তার দাফন হয়েছে । করোনাকালে মৃত্যু একটা সাধারণ ঘটনা । কিন্তু যাদের একান্ত আপনজন মারা যায়, শুধু তারাই বুঝতে পারে,  কি অপূরণীয় ক্ষতি হোল তাদের ।
মহান আল্লাহ নাসিরের বেহেস্ত নসিব করুন ও তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দিন । আমিন ।
২৯ জুন, ২০২১ । ইস্কাটন, ঢাকা । 

বিষয়:
avertisements 2
চাঁদ দেখা গেছে, মঙ্গলবার রোজা শুরু
চাঁদ দেখা গেছে, মঙ্গলবার রোজা শুরু
মাদরাসায় ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা
মাদরাসায় ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা
অবশেষে সাংবাদিক বৃষ্টির লাশ বুঝে পেল পরিবার
অবশেষে সাংবাদিক বৃষ্টির লাশ বুঝে পেল পরিবার
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ ৪ দেশে রমজানের তারিখ ঘোষণা
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ ৪ দেশে রমজানের তারিখ ঘোষণা
বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে নিহত ৫
বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে নিহত ৫
পরিত্যক্ত যাত্রী ছাউনিকে পর্যটনকেন্দ্রে রূপান্তরিত করলেন ব্যারিস্টার
পরিত্যক্ত যাত্রী ছাউনিকে পর্যটনকেন্দ্রে রূপান্তরিত করলেন ব্যারিস্টার
কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন ডা. তাহসিন বাহার সূচনা
কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন ডা. তাহসিন বাহার সূচনা
নারীদের অর্থনৈতিক সক্ষমতা দিলে সব পারবে: প্রধানমন্ত্রী
নারীদের অর্থনৈতিক সক্ষমতা দিলে সব পারবে: প্রধানমন্ত্রী
ব্রিটিশ ভারতের ‘অবরোধ-বাসিনি’রাঃ এখন  কোথায় ও কেন ?
ব্রিটিশ ভারতের ‘অবরোধ-বাসিনি’রাঃ এখন কোথায় ও কেন ?
ড. ইউনূসকে ১১৯ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ
ড. ইউনূসকে ১১৯ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ
টিসিবি  চিনির দাম এক লাফে ৩০ টাকা বাড়ল
টিসিবি চিনির দাম এক লাফে ৩০ টাকা বাড়ল
সিরাজগঞ্জের সেই শিক্ষকের বাসায় এত অস্ত্র!
সিরাজগঞ্জের সেই শিক্ষকের বাসায় এত অস্ত্র!
অস্তিত্বের ঠিকুজি
অস্তিত্বের ঠিকুজি
প্রবাসী আয়ে চমক ৮ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ফেব্রুয়া‌রি‌তে
প্রবাসী আয়ে চমক ৮ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ফেব্রুয়া‌রি‌তে
শোয়েবের নাম ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নিলেন সানিয়া মির্জা
শোয়েবের নাম ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নিলেন সানিয়া মির্জা
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2