
রাশেদুল ইসলাম
আমলনামা
প্রকাশ: ১২:০০ এএম, ২২ মে,শনিবার,২০২১ | আপডেট: ১০:২৯ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

৩১ বছরের বেশী চাকরি করা হোল । কিন্তু কোথায় কোথায় করেছি, কতদিন ছিলাম, ছুটি নিয়েছি কিনা, ছুটি পাওনা আছে কিনা; আমার কাছে সরকারের কিছু পাওনা আছে কিনা – ইত্যাদি ইত্যাদি হিসাবের আমলনামা এখন ঠিক করতে হচ্ছে । সামনে ফাইলের স্তূপ । অনেক ফাইলে ধুলো জমে আছে । অগোছালো মানুষ । অকাজের অনেক কাগজ ঘেঁটে, একটা কাজের কাগজ বের করা । বেশ ঝামেলার কাজ । তবে কোনটা কাজের, আর কোনটা অকাজের কাগজ তার পার্থক্য করা বেশ কঠিন ।
কয়েকটা মলিন নিউজপ্রিন্টের কাগজ পাওয়া গেল । সেখানে দেখা গেল বাচ্চাদের জন্য ছড়া লেখার চেষ্টা করা হয়েছে । একটা ভুতের ছড়াও আছে । তারমানে ভুত নিয়েও আমার একটা চিন্তা একসময় ছিল ।
যাহোক যা পাওয়া গেল বা যাবে, তা শেয়ার করতে থাকি । এ সংসার বড় বৈচিত্র্যময় ! এখানে কার কি ভালো লাগে তা বলা বেশ মুশকিল । হয়ত এই ভুতের ছড়াটিই কারো কারো ভালো লাগতে পারে !
ভুত
দাদু বলেন, ভুতেরা সব পিছন দিকে হাঁটে;
কান দিয়ে খায় খাবারগুলো, নাক দিয়ে সব কাটে।
নাকি সুরে কথা বলে, নরম সুরে গায়;
চলতে পথে দেখলে কারো, ভয় দেখিয়ে যায় ।
নখগুলো সব বাঁকা বাঁকা, ছুরির মত ধার,
বাঘের মত ছিঁড়তে পারে, বুকের পাজর হাড় ।
হাড়ে ভরা বুকের ছাতি, ঠোঁট নেই তার মুখে;
দেখলে পরে ভুতের হাসি, কাঁপন ধরে বুকে ।
১৬ নভেম্বর, ১৯৮২, সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ।
(দুই)
আর একটি ছড়ার নাম রোবট । রোবট ছড়াটি পড়ে আমি বেশ অবাক হয়েছি । ১৯৮২ সালে রোবট নিয়ে ছড়া লেখা ? আমার নিজের কাছেই কেমন যেন বিস্ময়কর মনে হচ্ছে । রোবট নামক একটি যন্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের মত কাজ করতে পারে । এই কৃত্রিম বুদ্ধিমত্তা চতুর্থ শিল্প বিপ্লবের ফসল । বাংলাদেশ তৃতীয় শিল্প বিপ্লবের শুভ সূচনা করে ২০০৯ সালে । বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগেই ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ঘোষণা করে । তারই ধারাবাহিকতায় বাংলাদেশে একটি ডিজিটাল প্লাটফর্ম গড়ে উঠেছে । বলা যায় এই ডিজিটাল প্লাটফর্মের কারনেই শুধু আমাদের মত শিক্ষিত সমাজ নয়; অতিসাধারণ মানুষও এই লকডাউনের মাঝে তাঁদের স্বাভাবিক কর্মকাণ্ড অনেকটা বজায় রাখতে পেরেছেন । লকডাউনের এই গুমোট আবহাওয়ার মধ্যে এই ডিজিটাল সুবিধা না থাকলে সত্যই অনেক মানুষ মানসিক বিকলাঙ্গের শিকার হত ।
আমি বলছিলাম রোবটের কথা । ১৯৮২ সালে চতুর্থ শিল্প বিপ্লবের কথা । তারমানে তখনকার সরকার যদি ডিজিটাল বিপ্লবের সূচনা করত, তাহলে বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে উন্নতির ক্ষেত্রে ভিন্ন একটা মাত্রা পেত । যাহোক ছড়াটি শেয়ার করা হোল । কারো কারো ভালো লাগতেও পারে ।
রোবট
ওমা শুনেছ কি, রোবট এবার রান্না ঘরে এলো ?
রাঁধবে নাকি তোমার মত, দুঃখ ঘুচে গেলো ?
রোবট নাকি হাত বাড়িয়ে খাবার এনে দেবে ?
ঝাঁটা হাতে ঝাড়ু দিয়ে গান শুনিয়ে যাবে ?
আমি যে মা ভয়েই মরি, ভেবে ভেবে সারা;
চুলার পাশে তুমি নেই, এ যে কেমন ধারা !
খাবার হাতে দাঁড়িয়ে আছো চোখেতে কৌতুক;
গরম ভাতের ধোঁয়া লেগে, ঘামে ভরা মুখ ।
ঘুমের আগে পাশে শুয়ে ঘুম পাড়ানি গান,
রোবট বলো কেমনে দেবে তোমার গায়ের ঘ্রাণ ?
চাইনে আমি রোবট দানব, চাইনে তাহার দান;
তোমার হাতের রান্না খাব, শুনব তোমার গান ।
১৫ নভেম্বর, ১৯৮২, সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ।
(চলবে)

খালেদা জিয়াকে বাংলাদেশের রাষ্ট্রপতি করার প্রস্তাব পিনাকী ভট্টাচার্যের

যুদ্ধবিমান হারানোর দায় রাজনৈতিক নেতৃত্বের: ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন

এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের: ইলন মাস্ক

পিস্তল কেন, মিসাইল সঙ্গে রাখলেও আমরা কেউই নিরাপদ নই: আসিফ

এনবিআরের আন্দোলনে চট্টগ্রাম বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল দেশে না বিদেশে?

নিখোঁজ মাহিরাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করা হয়

অস্ট্রেলিয়ায় জলবায়ু ভিসায় গিয়ে স্থায়ী বসবাসের সুযোগ

মামদানির নাম শুনতে পাকিস্তানিদের মতো, বিতর্কিত মন্তব্য কঙ্গনার

রাশিধয়া থেকে চুরির গম আমদানি, ইইউর নিষেধাজ্ঞার হুমকিতে বাংলাদেশ

সিন্ধু পানি চুক্তি নিয়ে হেগের রায়, যা বলছে ভারত ও পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির বৈঠক

রেলের জমিতে অস্থায়ী মণ্ডপ, ‘উচ্ছেদ’ প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা

স্বামীর সঙ্গে তালাকের ২ ঘণ্টা পর পরকীয়া প্রেমিককে বিয়ে

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হচ্ছেন মামদানি জোহরান

দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!

গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!

কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক

সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু

সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন

অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ

অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা

কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার

মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার

হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার

খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি

কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু

মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু

প্রণব মুখার্জি আর নেই
