কানের দুল খুঁজতে গিয়ে সন্ধান মিলল হাজার বছর আগের ধনদৌলত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ অক্টোবর,শনিবার,২০২৩ | আপডেট: ১১:৫৪ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
প্রতীকী ছবি
মেটাল ডিটেক্টর দিয়ে কানের দুল খুঁজতে গিয়ে ধনদৌলতের সন্ধান পেল এক পরিবার। এমন ঘটনা ঘটেছে ইউরোপের দেশ নরওয়েতে জমফ্রুল্যান্ড দ্বীপে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,কিছুদিন আগেই ওই মেটাল ডিটেক্টর দিয়ে এক ব্যক্তি রেকর্ড সোনার সন্ধান পান। ওই একই যন্ত্র দিয়ে হারিয়ে যাওয়া কানের দুল খুঁজতে গিয়ে হাজার বছর আগের ধনদৌলতের সন্ধান পেয়েছে ওই পরিবারটি।
বিশেষজ্ঞরা বলছেন, আসভিক পরিবার যে ধনদৌলতের সন্ধান পেয়েছেন তা ভাইকিং যুগের। নবম শতাব্দীতে দেওয়া এক নারীর কবর থেকে ধনদৌলতগুলো পাওয়া যায়। পরিবারটির বাড়ির বাগানের একটি গাছের নিচে ওই কবরটি ছিল।
কবরটি দেখে বিশেষজ্ঞরা ধারণা করছেন যে, একটি অভিজাত ভাইকিং নারীর কবর।
এ নিয়ে প্রত্নতত্ত্ববিদ ভিবেকে লিয়া বলেন, ধনদৌলতের মধ্যে সবচেয়ে বড় ছিল একটি ডিম্বাকৃতির ব্রোচ। এমন ব্রোচ ভাইকিং নারীদের কবরে দেওয়া হতো।
ভাইকি বলতে স্ক্যান্ডিনেভিয়ার (বর্তমান ডেনমার্ক,নরওয়ে,সুইডেন) সমুদ্রচারী ব্যবসায়ী, যোদ্ধা ও জলদস্যুদের একটি দলকে বোঝায়, যারা ৮ম শতক থেকে ১১শ শতক পর্যন্ত ইউরোপের এক বিরাট এলাকা জুড়ে লুটতরাজ চালায় ও বসতি স্থাপন করে।