‘আমি পুরুষদের ঘৃণা করি’: মধুমিতা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৪:০৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ছবি: সংগৃহীত।
ভারতীয় বাংলা টেলিভিশন স্টার জলসার ২০১৩ থেকে ২০১৬ সালের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বোঝে না সে বোঝে না’। এই ধারাবাহিক যতটা জনপ্রিয় তার চেয়ে বেশি জনপ্রিয় ধারাবাহিকটির নায়িকার চরিত্র ‘পাখি’। কী হয়নি এই নাম নিয়ে, জামা থেকে শুরু করে জুতা পর্যন্ত পাওয়া যেত এই চরিত্রের জনপ্রিয়তার জন্য।
আর এই চরিত্রে অভিনয় করেছিলেন মধুমিতা সরকার। আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘দিলখুশ’।
এই সিনেমার প্রচারণায় আনন্দবাজার অনলাইনের সিঙ্গেল কি না প্রশ্নে মধুমিতার জানিয়েছেন, ‘আমি কাজের সঙ্গে কমিটেড। আর বিশ্বাস করুন, আই হেট ম্যান (আমি পুরুষদের ঘৃণা করি)’।
টলিউডের অন্যতম ‘হ্যাপেনিং কপল’ ছিলেন সৌরভ-মধুমিতা। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়াল চলার সময় প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে লুকিয়ে আইনিভাবে বিয়ে করেন তিনি। কিন্তু ২০১৯ সালের শেষের দিকেই বিচ্ছেদ হয়ে যায় এই তারকা দম্পতির।