পিকের প্রতি ঘৃণা জানিয়ে শাকিরার নতুন গান ভাঙল ইউটিউবে রেকর্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৪:৩৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ইউটিউবে ঘণ্টায় ৬ কোটি ৩০ লাখের বেশি দেখা হয়েছে ‘আউট অফ ইউর লিগ’, তাতে ভেঙে গেছে আগের রেকর্ড। এই প্ল্যাটফর্মে ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার সবচেয়ে বেশি ভিউ পাওয়া গানটি এখন শাকিরার। প্রাক্তন স্বামী এবং স্পেনের সাবেক ফুটবলার জেরার্ড পিকেকে উদ্দেশ্য করে গান গাইলেন পপ তারকা শাকিরা। গায়িকা তার সর্বশেষ গানে পিকের প্রতি নিজের ক্ষোভ ও ঘৃনা প্রকাশ করেছেন। গত বছরের জুনে দুজনের বিচ্ছেদ হয়।
১১ বছর একসঙ্গে থাকার পর গত বছরের জুনে বিচ্ছেদ করেন স্পেন ও বার্সেলোনার ফুটবলার জেরার্ড পিকে এবং পপ তারকা শাকিরা। তবে বিচ্ছেদের ক্ষত এখনো দগদগে শাকিরার মনে। তাই নিজের নতুন গানে সাবেক প্রেমিক ফুটবলার পিকে ও তার প্রেমিকাকে তুলোধুনো করলেন গায়িকা।
যদিও তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে অনেক গুজব রয়েছে। তবে মুলত পিকের প্রতারনার কারণেই সংসার ভেঙেছেন শাকিরা, যা তিনি একাধিকবার দাবিও করেছেন। তার নতুন গানে শাকিরা অবসরপ্রাপ্ত ডিফেন্ডার পিকে এবং তার নতুন বান্ধবীকে আপাতদৃষ্টিতে লজ্জা দিয়েছেন। গানটিতে শাকিরা অনেক কিছুই পরিষ্কার করে দিয়েছেন।
স্প্যানিশ ভাষায় গানটিতে শাকিরা পিকেকে উদ্দেশ্য করে গেয়েছেন, ‘একটি টুইঙ্গোর জন্য ফেরারি লেনদেন করেছ, একটি ক্যাসিওর জন্য রোলেক্স লেনদেন করেছ’। মুলত পিকের নতুন প্রেমিকার সঙ্গে নিজের তুলনা করে লাইনটি গেয়েছেন শাকিরা।
পিকের প্রতি ঘৃনা জানিয়ে শাকিরার গানের লাইনগুলো ছিল, ‘আমার মতো নেকড়ে তোমার মতো ছেলেদের জন্য নয়, তোমার মতো ছেলেদের জন্য নয়। আমি তোমার জন্য একটু বেশিই ভাল ছিলাম এবং সেই কারণেই তুমি এখন তোমার মতো কারো সাথে আছো। শাকিরা গানে আরো উল্লেখ করেছেন, ‘তুমি আমার শাশুড়িকে আমার প্রতিবেশী হিসেবে, মিডিয়াকে আমার দরজায় এবং কোষাগার ভর্তি ঋণ রেখে গেলে।’
পিকেকে উদ্দেশ্য করে শাকিরার কণ্ঠে আরো শোনা যায়, ‘তুমি ভেবেছিলে তুমি আমাকে আঘাত করবে, কিন্তু আমি আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছি। নারীরা আর কাঁদে না। আমি তোমার তুলনায় অনেক বড় ছিলাম, সেজন্য তুমি তোমার মতো কারো সাথে আছো। তুমি কাঁদলে বা ভিক্ষা করলেও আমি তোমার কাছে ফিরে আসব না।’
নতুন গানের ভিডিওতে শাকিরা
গানটিতে সরাসরি পিকের নাম উল্লেখ না থাকলেও মুলত জীবনমুখী গানটি শাকিরা সাবেক স্বামী পিকে ও বিচ্ছেদের আঘাতে জর্জরিত মুহূর্তগুলো স্মরণ করে গেয়েছেন। গানটিতে স্বামীর প্রতি শুভকামনাও জানিয়েছেন গায়িকা।
প্রাক্তন সঙ্গী পিকের সংসারে দুটি সন্তান রয়েছে শাকিরার। দুই ছেলে মিলান এবং সাশা। সন্তানেরা এই মুহূর্তে মায়ের সাথেই রয়েছে।
সূত্র : এনডিটিভি