প্রেমিক নয় সে আমার বন্ধু : সুবাহ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৯:৪৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বৃহস্পতিবার এক যুবকের সঙ্গে ছবি শেয়ার করে নিজের প্রেমিক ইঙ্গিত দিয়েছিলেন চিত্রনায়িকা সুবাহ। তবে একদিন পরেও কথা বদপ্লে ফেলে বলছেন সে প্রেমিক নয় বন্ধু। বৃহস্পতিবার নিজের সঙ্গে এক যুবকের ছবি ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী। তবে যুবকের মুখ ঘোলা করে দেন। আর ইঙ্গিত দেন যে সে প্রেমিক। তবে বললেন প্রেমিক নয় সে বন্ধু।
শুক্রবার দুপুরে আলাপকালে সুবাহ বলেন, ‘না আসলে সে আমার প্রেমিক নয়। আর প্রেম করলে সেটা সবাই জানবে। আমি যার ছবি দিয়েছি সে আমার একজন ভালো বন্ধু।’
বিষয়টি নিয়ে ফেসবুকেও লিখেছেন, ‘আমি মুখ দেখাইলাম না বললাম না সে আমার কে! জামাই বা বয়ফ্রেন্ড! সে তো এইসব নাও হতে পারে! কিছু ইস্যুর কারণে আমি তার ফেসটা হাইড করেছি। সবচেয়ে বড় কথা সে আমার খুব ভালো বন্ধু বিপদের বন্ধু। আমরা বাঙালিরা কারো সম্পর্কে কিছু না জেনেই শুভকামনা এবং সমালোচনা করার হিড়িক চাপিয়ে দেই এটা হলো আমাদের জাতিগত প্রবলেম।’
তিনি বলেন, ‘মিস্টার পারফেক্ট কি শুধু মানুষ জামাই কে বলে! জামাই আর বয়ফ্রেন্ড যদি এতোই পারফেক্টই হতো তাহলে কারো সাথে কারো ডিভোর্স বা ব্রেকআপ হতো না। কিন্তু একটা ভালো বন্ধু কখনো কখনো কারো কাছে একটা পারফেক্ট মানুষ হয়। না জেনে শুনে আমার বন্ধুদের কে আমার বয়ফ্রেন্ড বানিয়ে দেওয়া বা জামাই বানিয়ে দেওয়া বন্ধ করুন।’