avertisements 2

রেকর্ড গড়ল  শাহরুখের পাঠানের ট্রেলার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জানুয়ারী, বুধবার,২০২৩ | আপডেট: ০২:১৮ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। বলিউড বাদশার প্রত্যাবর্তনটাও বাদশার মতোই হতে যাচ্ছে। আজ মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহুল প্রত্যাশিত পাঠান চলচ্চিত্রের ট্রেলার। ট্রেলারটি মুক্তির পরপরই তুফানের গতিতে পৌঁছে যাচ্ছে ভক্ত-অনুরাগীদের কাছে। মাত্র দুই ঘণ্টায় ৩৬ লাখ দর্শক দেখে নিয়েছেন ট্রেলারটি, যা এখন পর্যন্ত বলিউডের চলচ্চিত্রের ক্ষেত্রে রেকর্ড।

মঙ্গলবার সকাল ১১টায় মুক্তি পেয়েছে শাহরুখ খানের পাঠানের প্রথম ঝলক। আর শুরুতেই বাজিমাত করলেন বলিউড বাদশা। মাত্র দুই ঘণ্টায় সিনেমার ট্রেলারের ভিউসংখ্যা ৩৬  লাখ পার করেছে। প্রতি মিনিটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই সংখ্যা। ট্রেলারে শাহরুখের অ্যাকশনধর্মী লুক মুগ্ধ করেছে ভক্তদের। জমজমাট অ্যাকশনে ভরপুর পাঠান নিয়ে দর্শকদের আগ্রহ যেন শত গুণ বেড়ে গেছে ট্রেলার মুক্তির পর।

এদিকে পাঠান মুক্তির আগেই বয়কটের ডাকে পড়েছে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো ‘পাঠান’ বয়কটের আহ্বান জানিয়ে আসছে। ভারতের এক মন্ত্রীও পাঠানের গানের সমালোচনা করেছেন। শাহরুখের শুটিং সেটেও হিন্দুত্ববাদী সংগঠনের নেতা-কর্মীরা হাজির হয়েছিলেন পাঠান বয়কটের ডাকে। এমন বাধার দেয়াল উপেক্ষা করেই সিনেমাটির ট্রেলার মুক্তি দিল যশ রাজ প্রডাকশন। 

ট্রেলারে শাহরুখের পাশাপাশি নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। খলনায়ক হিসেবে জন আব্রাহামকে দেখা যাবে পাঠানে। পাঠান পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। সিনেমাটি ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। 

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিষয়:

আরও পড়ুন

avertisements 2