সন্তান রাজ্যকে নিয়ে এবার রাজের স্ট্যাটাস, সেখানে নেই পরী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৩:৫৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ছবি সংগৃহীত
তারকা দম্পতি রাজ-পরীমণির সংসার আর টিকে নেই। তাদের ভালোবাসার উপহার কিংবা সুখস্মৃতি পুরোটাই সন্তান রাজ্যকে ঘিরে। আর তাই রাজের নতুন বছরের শুভ কামনায় নেই পরী, আছেন ছেলে রাজ্য।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ইংরেজি নতুন বছরের শুভ কামনা জানান রাজ। তিনি লেখেন, ‘আমার প্রিয় পুত্র, তোমার একটি দুর্দান্ত বছর এবং সামনে একটি দুর্দান্ত সময় কাটুক! তোমার সুস্বাস্থ্য কামনা করছি। আসন্ন বছর হয়ে উঠুক আনন্দময়। আমার হৃদয় সবসময় তোমার জন্য ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় এবং শক্তিশালী হও না কেন তুমি কখনোই তোমার জন্য রাখা আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না। শুভ নববর্ষ ২০২৩।’
পুরো পোস্ট জুড়ে শুধুই রাজ্যকে নিয়ে লিখলেন রাজ। একবারের জন্যও স্ত্রী পরীর নামটি নেননি তিনি। ধারণা করা হচ্ছে, এই পোস্টের মাধ্যমে রাজের পক্ষ থেকেও বিচ্ছেদের বার্তাকে মান্যতা দেওয়া হলো।
এদিকে পরীমণি আজ এক ফেসবুক পোস্টে লিখেছেন: ‘আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিল। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই। সব ঠিক করার জন্যে পরে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে? না। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যেই আলাদা হয়ে গেলাম।’