গভীর সমুদ্রে ৫ ঘণ্টা কেন আটকে ছিলেন মাহফুজ, বুবলীরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:১৬ পিএম, ১৫ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

এমভি বে ওয়ান চলাচল করে চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন সমুদ্রপথে। একই কোম্পানির কর্ণফুলী এক্সপ্রেস ও বার আউলিয়া জাহাজে করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া-আসা করেন পর্যটকেরা।
প্রতিষ্ঠানটির পক্ষে জুবায়ের হোসেনের কাছে গতকাল রাতের ঘটনা জানতে চাইলে বলেন, ‘তিন দিন ধরে আমাদের কর্ণফুলী এক্সপ্রেস কারিগরি ত্রুটির কারণে কক্সবাজার-সেন্ট মার্টিন-কক্সবাজার পথে যাত্রীসেবা বন্ধ রেখেছে। এ সময়ে বিলাসবহুল জাহাজ এমভি বে ওয়ান দিয়ে সেন্ট মার্টিন থেকে কক্সবাজার পথের যাত্রীদের আনার কাজটিতে সহযোগিতা করেছে। তবে এমভি বে ওয়ান কক্সবাজার ঘাটে আসেই না।
এই পথে যারা এমভি বে ওয়ানে করে এই কয় দিন এসেছে, তাদের গভীর সমুদ্র থেকে বার আউলিয়া জাহাজে কক্সবাজার ঘাটে আনার কাজ করা হয়। বার আউলিয়া জাহাজের যাত্রীর ধারণক্ষমতা ৬০০। এমভি বে ওয়ানে গতকাল যাত্রীসংখ্যা হাজারের বেশি ছিল। দুই ধাপে এসব যাত্রীকে আনা-নেওয়া করতে হয়েছে। এত যাত্রীকে ওঠানোর জন্যও তো অনেকক্ষণ সময় লাগে। তাই ঘণ্টা পাঁচেক গভীর সমুদ্রে জাহাজটি দাঁড়িয়ে ছিল। আজ থেকে আবার কর্ণফুলী এক্সপ্রেস চলাচল করবে। এরপর আর এ ধরনের জটিলতায় যাত্রীদের পড়তে হবে না।’