হিজাব পরে কেন ছবি দিলেন পূজা চেরি? নেটদুনিয়া হইচই
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৩২ পিএম, ১৫ আগস্ট,শুক্রবার,২০২৫

ছবি সংগৃহীত
আবার সংবাদ শিরোনামে ঢাকাই সিনেমার উঠতি নায়িকা পূজা চেরি। সমালোচনা ভেঙে আবারও সামনে এসেছেন তিনি। ক্যারিয়ার নিয়েই সবসময় ব্যস্ত সময় পার করা এই নায়িকা মাঝে মাঝে সময় কাটান সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানেই দেখা মিললো হিজাব পরা নতুন এক পূজাকে। যা নিয়ে শুরু হয়েছে হইচই।
সোমবার ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেছেন পূজা। ওই ছবিতে হিজাব পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে। ভেরিফায়েড পেজে নিজের হিজাব পরা ছবি পোস্ট করে তার ক্যাপশনে পূজা ইংরেজি ভাষায় লেখেন- Politeness is the flower of humanity. যার বাংলা অর্থ- ‘ভদ্রতা হলো মানবতার ফুল।’ সঙ্গে হিজাবি মেয়ের একটা ইমোজি জুড়ে দেন।
এ নায়িকাকে এর আগে কখনো হিজাব পরা অবস্থায় দেখা যায়নি। ছবিটি পোস্ট করতেই মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। আবার কেউ টিপ্পনিও মেরেছেন হিজাবের কারণে।
তবে ঠিক কী কারণে তিনি হিজাব পরেছেন? সেটা অভিনয়ের জন্য নাকি ব্যক্তিগত কোনো কারণে তা জানা যায়নি। শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করা পূজা ‘নূরজাহান’ ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমা দিয়ে জনপ্রিয়তা লাভ করেন।