avertisements 2

ইসলামের টানে অভিনয় ছেড়ে গোপনে বিয়েও করলেন সেই নায়িকা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:১৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

ধর্মের টানে অনেক ভারতীয় চলচ্চিত্র তারকা অভিনয়কে বিদায় জানিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন ভোজপুরী সিনেমার আবেদনময়ী নায়িকা সাহার আফশা। শুধু তাই নয়, গোপনে বিয়েও করেছেন তিনি।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১১ অক্টোবর বেঙ্গালুরুতে পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সাহার আফশা। প্রায় দু-মাস বিয়ের খবর গোপনে রেখেছিলেন প্রাক্তন এই অভিনেত্রী।

তবে কার সঙ্গে সংসার বাঁধলেন আফশা—তা জানা যায়নি। কিন্তু বিয়ের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। আর ক্যাপশনে লেখেন, ‘তোমার মনের মেহেন্দি।’

ছবিতে দেখা যায়, সবুজ-হলুদ রঙের লেহেঙ্গায় সেজেছেন আফশা। লাল ওড়নায় মাথা ঢেকেছেন। গায়ে সোনার গহনা। মেহেদি রাঙা হাতে ইংরেজি ‘এ’ বর্ণ দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ‘এ’ বর্ণটি তার স্বামীর নামের আদ্যক্ষর।

শোবিজ অঙ্গন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন সাহার আফশা। তাতে এ অভিনেত্রী লিখেছেন, ‘পরম করুণাময় আল্লাহর নামে জানাতে চাই, আমি শোবিজ অঙ্গন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর রহমত ও ইসলামী জীবন ব্যবস্থায় বাকি জীবন কাটাতে চাই।’

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আফশা বলেন, ‘খ্যাতি, সম্মান, ভালোবাসা দেওয়ার জন্য আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শৈশবে কখনও এমন জীবনের কথা ভাবিনি। আকস্মিকভাবে শোবিজ অঙ্গনে পা রাখি। আর সেখান থেকে চলচ্চিত্র জগতে আমার উত্থান। কিন্তু এখন রুপালি দুনিয়া থেকে সম্পূর্ণভাবে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বাকি জীবনটা আল্লাহর প্রদর্শিত পথে চলব।’

সকলের কাছে দোয়া চেয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘আল্লাহ যেন আমার অনুশোচনা কবুল করেন, এ জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সৃষ্টিকর্তার আইন মেনে, মানবজাতির কল্যাণে যেন আমার জীবন কাটাতে পারি। আশা করব, অতীত জীবনের জন্য নয়, বরং আগামী জীবনের জন্য আপনাদের স্মরণে রাখবেন।’

সাহার আফশা ভোজপুরী সিনেমার বেশ জনপ্রিয় নায়িকা। পর্দায় তিনি খোলামেলাভাবে উপস্থিত হতে। তাকে শেষবার ‘বিবাহ-টু’ সিনেমায় দেখা গেছে। এতে তার নায়ক ছিলেন প্রদীপ পাণ্ডে চিন্টু।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2