avertisements 2

যমুনা ফিউচার পার্কে চলন্ত সিঁড়িতে দুর্ঘটনা, হাসপাতালে ফারিণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১০:৫২ এএম, ৬ মে,সোমবার,২০২৪

Text

রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিংমলে চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এ সময় তার বাবা সেখানে ছিলেন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। রাজ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনায় তার দুই পা জখম হয়েছে। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, বেশ আহত হয়েছেন ফারিণ। তার দুই পায়ে আঘাত লেগেছে, ক্ষত হয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

ঘটনা প্রসঙ্গে তাসনিয়া ফারিণ সাংবাদিকদের বলেন, 'আমি যমুনা ফিউচা পার্ক শপিংমলের চলন্ত সিঁড়িতে নিচতলা থেকে দোতলায় উঠছিলাম। সঙ্গে বাবা ছিলেন। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে আমার পায়ে আঘাত করে। এতে আমার পরনের প্যান্ট ছিঁড়ে যায়। রডটি আমার পায়ের মাংসে ঢুকে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমার কাছে মনে হয়েছে, এটি কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা।’

অভিযোগ তুলে ফারিণ বলেন, 'প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল না সেখানে। এত বড় একটি শপিং মলে ক্রেতাদের জীবনের নিরাপত্তা নেই। এর বিচার হওয়া দরকার।'

বিষয়:

আরও পড়ুন

avertisements 2