avertisements 2

পবিত্র ওমরাহ পালন করলেন শাহরুখ খান, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০১:২১ এএম, ১৩ জুলাই,রবিবার,২০২৫

Text

সৌদি আরবে ‘ডাঙ্কি’ সিনেমার শুটিং শেষ করে পবিত্র ওমরাহ পালন করলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তার ওমরাহ পালনের বেশ কিছু স্থিরচিত্র ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, শাহরুখ খানের পরনে ইহরামের পোশাক। মুখে মাস্ক। তার সঙ্গে রয়েছে বেশ কজন নিরাপত্তারক্ষী। প্রিয় তারকাকে ওমরাহ পালন করতে দেখে অনেকে তার প্রশংসা করছেন। কমেন্টে একজন লিখেছেন, ‘এই দৃশ্য দেখে আমি আবেগাপ্লুত পড়েছি। আল্লাহ ওনাকে আর ওনার পরিবারকে রক্ষা করুক।’

আরেকজন লিখেছেন, ‘এই পূণ্যস্থানে যাওয়ার যে ইচ্ছা ছিল, তা পূরণ হয়েছে শাহরুখ খানের। আমরাও খুব খুশি।’ অন্যজন লিখেছেন, ‘আল্লাহর রহমত যেন শাহরুখের উপরে এভাবেই থাকে শেষ দিন পর্যন্ত। আমরা সবাই তাই চাই।’ এমন অসংখ্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট সেকশনে।

এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন—‘হজ করার ইচ্ছা আমার অবশ্যই আছে। আমার ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে নিয়ে ওখানে যাওয়ার ইচ্ছে আছে।’ তবে এ যাত্রায় শাহরুখের সঙ্গে আরিয়ান বা সুহানা ছিলেন কি না তা অবশ্য জানা যায়নি। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2