avertisements 2

এবার ইসলামি গানের মডেল মিশা সওদাগর 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৫:২৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

তিন দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় বিভিন্ন চরিত্রে দর্শক মাতাচ্ছেন মিশা সওদাগর। চলচ্চিত্র ক্যারিয়ারে ৯০০’রও বেশী চলচ্চিত্রে অভিনয় করেছেন। শুরুতে রাজীব, হুমায়ূন ফরীদ, মিজু আহমেদ, আহমেদ শরীফ, নাসির খানদের সাথে দ্বিতীয় ভিলেন হিসেবে অভিনয় করলেও অচিরেই তিনি বাংলা চলচ্চিত্রে প্রধান ভিলেন হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেন।

পর্দায় মিশা সওদাগরকে খল চরিত্রে বেশি দেখা গেলেও বাস্তব জীবনে তার উল্টো এই অভিনেতা। সংসার-ধর্ম নিয়ে বেশ ব্যস্ত থাকেন তিনি। এবার ইসলামি গানের মডেল হলেন মিশা।

রফিকুল ইসলাম তাওহিদের কথায় ‘মইরা গেলে ফিইরা আসে না’ শিরোনামে গানটির সুর করাসহ  কণ্ঠ দিয়েছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান।
ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন এলান।

সম্প্রতি গাজীপুরের পুবাইলের মনোরম লোকেশনে এর ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। আর বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ইসলামি সংগীতটি প্রকাশ করা হয়েছে।  

প্রথম বারের মতো ইসলামি সংগীতে অভিনয় করা নিয়ে মিশা সওদাগর বলেন, ‘আমি বরাবরই ধর্মীয় আয়োজনগুলোতে থাকার চেষ্টা করি। ধর্মীয় বিধি-বিধানও মেনে চলার চেষ্টা করি। সেই দিক থেকে এ কাজটি করার জন্য আগ্রহী হয়েছি। আমার এ কাজটি দেখে যদি একজন মানুষের ভেতরও সৎভাবে বাঁচার ইচ্ছে জাগে, তাহলে অমি সার্থক।’

গানটির প্রেক্ষাপট নিয়েও মিশা সওদাগর কথা বলেন। তাঁর ভাষ্য, ‘গল্পের শুরুতে দেখা যাবে আমি নানান ভাবে অর্থ উপার্জন করি। এর মধ্যে এক দিন আমার একমাত্র শিশুকন্যা সন্তানটি মারা যায়। তারপর আমার মধ্যে উপলব্ধি হয় কেন এত অর্থ উপার্জন করছি। সত্যি বলতে একজন মানুষকে সুন্দর ভাবে বাঁচার জন্য অনেক অর্থের প্রয়োজন পড়ে না। তবুও আমরা অনেক অন্যায় পথে উপার্জন করছি। আমি বিশ্বাস করি, যাঁরা এটি দেখবেন, তাঁদের মধ্যে কিছুটা হলেও নাড়া দেবে।’
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2