avertisements 2

ভাইরাল হওয়ার জন্য মীর সাব্বিরকে পুঁজি করেছেন, উপস্থাপিকাকে জয়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:৫৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

“মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২” এর মঞ্চে অভিনেতা মীর সাব্বিরকে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি সংলাপ বলার জন্য অনুরোধ জানান উপস্থাপিকা ইসরাত পায়েল। এরপর মঞ্চে এসে বরিশালের ভাষায় মন্তব্য করেন মীর সাব্বির। বিষয়টি সে সময় হাসিমুখে গ্রহণ করলেও পরে মীর সাব্বিরের বিরুদ্ধে বুলিংয়ের অভিযোগ আনেন উপস্থাপিকা।

মীর সাব্বির আপত্তিকর ভাষায় অপমান করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ করেন ইশরাত পায়েল। এরপর মীর সাব্বির মন্তব্যটিকে “তাৎক্ষণিক এবং এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না” বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এদিকে উপস্থাপিকা ইশরাত পায়েল ভাইরাল হওয়ার জন্য মীর সাব্বিরকে পুঁজি করেছেন বলে মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

ফেসবুকে দেওয়া এক পোস্টে জয় লিখেছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে এবং কিছুটা দাবি খাটিয়ে অভিনেতা মীর সাব্বিরকে মঞ্চে কিছুটা মজা করার জন্য দাঁড় করালেন উপস্থাপিকা। বরিশালের ভাষায় মীর সাব্বির মজাও করলেন। তারপর সব শেষ। সবাই আনন্দ পেয়ে ঘরে গেলেন। উপস্থাপিকা বা কোনো মাধ্যম এই অনুষ্ঠান থেকে একটি ভাইরাল টপিক বানানোর জন্য মীর সাব্বিরের মজাটাকে পুঁজি করলেন। সারাদিন মীর সাব্বিরকে নিয়ে ট্রল। উপস্থাপিকা মীর সাব্বিরের বিরুদ্ধে কিছুটা অশালীনভাবেই বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিয়েই যাচ্ছেন। আপনার যদি এতই আলোচনায় আসতে ইচ্ছে হয় আপনি আমার কাছে আসেন। এই বিষয়ে মীর সাব্বির আপনাকে অনেক দূর নিতে পারবে না। মাত্র দুই তিন দিন। আমার অনুষ্ঠান আপনাকে এক বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখবে।”

এই অভিনেতা আরও লিখেছেন, “নারীর পোশাক এবং নারীকে সম্মান করা এই বিষয়ে মীর সাব্বিরসহ আমাদের জেনারেশনের সকল অভিনেতাদের সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। মীর সাব্বিরকে নিয়ে ট্রল করেন অসুবিধা নাই। ভুলেও তাকে অসম্মান করার চেষ্টা করবেন না। ট্রল কাকে বলে কত প্রকার ও কী কী বিষয়টা আপনাকে বোঝাতে চাই না। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে মীর সাব্বির যখন বিবাহিত বলেছেন তখন আপনার মন খুব খারাপ হয়েছে। তাই আপনি প্রতিশোধ নেওয়ার জন্য মীর সাব্বির সম্পর্কে আজেবাজে কথা বলছেন।”

বিষয়:

আরও পড়ুন

avertisements 2