পরীমনির সব অভিযোগই মিথ্যা, আমি শকড: রাজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৪৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকাই সিনেমার রোমান্টিক দম্পতি রাজ-পরী। একমাত্র ছেলেকে নিয়ে বেশ সুখেই দিন কাটছিল তাদের। তবে হঠাৎ পরীর ' ফেসবুকে এক স্ট্যাটাসে আলোচনায় উঠে এসেছে তাদের দাম্পত্য। সঙ্গে নাম জড়িয়েছে বর্তমান সময়ের সবচেয়ে ব্যবসাসফল নায়িকা বিদ্যা সিনহা মিমের। কিন্তু পরীর সব অভিযোগ অস্বীকার করেছেন শরিফুল রাজ। তিনি বলেন, 'কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ সে আনলো, জানি না। আমি রীতিমতো শকড্ আমার বিরুদ্ধে পরীর সব অভিযোগই মিথ্যা।'
গত বুধবার (৯ নভেম্বর) মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে মিমকে উদ্দেশ্য করে পরী লিখেছেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’
একই পোস্টে রাজকে উদ্দেশ্য করে এই নায়িকা লেখেন, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরীর অভিযোগকে মিথ্যা দাবি করেছেন শরিফুল রাজ। তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। সংসার-স্ত্রী-সন্তানের প্রতি সবসময়ই সিনসিয়ার থাকি। এরপরও কেন সে (পরী) আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনল জানি না। আমি রীতিমতো শকড।
তিনি আরও বলেন, আমি সবসময় সবক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করি। স্ত্রী-সন্তান ফেলে অনৈতিক সম্পর্কে জড়ানোর কথা ভাবতেও পারি না।
‘পরাণ’ খ্যাত এ নায়কের ভাষ্য, পরী কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে, সে তার জবাব দেবে। আমি চাই, সে যা বলেছে তা সবার সামনে যথাযথভাবে ক্লিয়ার করবে। আমি আমার ব্যক্তিগত প্রতিটি বিষয়কে সম্মান করি।
প্রসঙ্গত, বিয়ের পর থেকেই তারকা দম্পতি রাজ-পরীর ভালোবাসার নমুনা দেখেছে নেটিজেনরা। বেশ সুখেই কাটছে তাদের সংসার। মাস তিনেক আগে দুই থেকে তিন হয়েছেন তারা। তাদের ঘর আলো করে এসেছে একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।