এবার রান্নায় মহাব্যস্ত আনুশকা শেঠি!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৫১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
দক্ষিণী ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় ও সফল নায়িকার তালিকায় প্রথমেই রয়েছে অভিনেত্রী আনুশকা শেঠির নাম। বিশেষত ‘বাহুবলী’ চলচ্চিত্রের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেলেও, এর আগেই তিনি দক্ষিণের জনপ্রিয় তারকা ছিলেন। সম্প্রতি নিজের ৪১তম জন্মদিন উদযাপন করলেন এই অভিনেত্রী। জন্মদিনে ভক্তদের দিলেন এক সুখবর। এবার তিনি মনোযোগ দিয়েছেন রান্নায়। তবে বাস্তবে নয়, নিজের আসন্ন চলচ্চিত্রে তাঁর সব মনোযোগ রান্নাবান্নায়। নিজের চলচ্চিত্র সম্পর্কে ভক্তদের সেই বার্তাই দিলেন আনুশকা।
৪১তম জন্মদিনে আনুশকা শেঠি আসন্ন চলচ্চিত্র থেকে তাঁর চরিত্রের লুক শেয়ার করেছেন। প্রথমবারের মতো একজন রাঁধুনি হিসেবে পর্দায় আসছেন তিনি। মাস্টার শেফ হিসেবে নিজেকে উপস্থাপন করতে যাচ্ছেন অভিনেত্রী।
আনুশকা শেঠি
টুইটারে নিজের সিনেমার নতুন লুক শেয়ার করে আনুশকা লেখেন, “আমার জন্মদিনে আমার আসন্ন প্রজেক্ট থেকে মাস্টার শেফ ‘আনভিতা রাভালি শেঠি’ হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিতে পেরে আমি আনন্দিত। বড় পর্দায় আপনাদের সবার সাথে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না!” এরপর তিনি অভিনেতা নভিনপলি, মহেশ বাবু পি ও নীরব শাহকেও নিজের পোস্টে মেনশন করেন।
পোস্টারে আনুশকাকে আনভিথা রাভালি শেঠি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। শেফের ইউনিফর্ম পরিহিত তাকে জ্বলন্ত প্যানে খাবার রান্না করতে দেখা যাচ্ছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মহেশ বাবু পি। তিনিই এটি পরিচালনা করেছেন। এতে পুরুষ প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবীন পলিশেট্টি। ইউভি ক্রিয়েশনসের ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে।
আনুশকা শেঠিকে সর্বশেষ দেখা গিয়েছিল নিশবধামে। ২০২০ সালে কভিড লকডাউনের সময় চলচ্চিত্রটি সরাসরি ওটিটিতে মুক্তি পায়। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মাধবন। তবে থিয়েটারে মুক্তিপ্রাপ্ত আনুশকার সর্বশেষ সিনেমা ছিল ‘ভাগামাথি’। ২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। চার বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।