avertisements 2

স্ট্রোক করে হাসপাতালে ক্যান্সারজয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা, প্রার্থনার ঢল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৫২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কলকাতার জনপ্রিয় বাঙালি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মঙ্গলবার (১ নভেম্বর) রাতে দ্রুতই তাকে ভর্তি করানো হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। স্ট্রোকের ফলেই মাথায় রক্ত জমাট বেঁধে গেছে অভিনেত্রীর।
হাসপাতাল সূত্রের খবর, এই মুহূর্তে তাকে ভেন্টিনেশনে রাখা হয়েছে। কোমায় আচ্ছন্ন অভিনেত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। 

সামাজিক মাধ্যমজুড়ে অভিনেত্রীর জন্য প্রার্থনা করছেন ভক্তরা। দ্রুত সুস্থ হয়ে উঠুন অভিনেত্রী, একটাই প্রার্থনা সকলের। কেউ লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’ কেউ কেউ আবার ঈশ্বরের কাছে প্রশ্ন তুলেছেন, ‘ভগবান ওর আর কত পরীক্ষা নেবে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘ঠিক করে দাও, এত ঝড় তার উপর দিয়ে গেল’, ‘কী লড়াই করছে মেয়েটা, ভগবান ওকে রক্ষা করুক’, ‘এই তো ভালোই ছিলে, হঠাৎ কী করে এসব হলো, দ্রুত সুস্থ হয়ে ওঠো।’ দুবার ক্যানসার জয় করে ধীরে ধীরে সাধারণ জীবনে ফিরছিলেন অভিনেত্রী। একে একে শুরু করছিলেন অভিনয়ের কাজও কিন্তু তার মাঝেই এল দুঃসংবাদ।

তবে মঙ্গলবারের তুলনায় বুধবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। জ্ঞান ফেরেনি বলে জানিয়েছে সূত্র। অভিনেত্রী শরীরের একদিকে কোনও সাড় নেই। তবে চোখ নড়ছে, বাঁ হাত সামান্যও নাড়াতে পারছেন না। যদিও চিকিৎসক ৪৮ ঘণ্টা না কাটলে কিছুই বলতে পারছেন না চিকিৎসকরা। 

বিগত কয়েকমাস ক্যানসারের সঙ্গে কঠিন যুদ্ধ চালিয়েছেন ঐন্দ্রিলা। সবসময় তার পাশে ছিলেন তার প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী। তাদের দীর্ঘ লড়াইয়ের কাহিনী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন অভিনেতা। ঐন্দ্রিলা সম্প্রতি সুস্থ হওয়ার পর একসঙ্গে ছবিও পোস্ট করেছেন তারা। দুদিন আগেই ছিল সব্যসাচীর জন্মদিন। সেদিন তার সঙ্গে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছাও জানান অভিনেত্রী। মঙ্গলবার ঐন্দ্রিলার এই অবস্থার পরেই মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেতা। সূত্র: জি নিউজ

 
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2