avertisements 2

কোহলির সুন্দর ব্যাটিং দেখে আনন্দে নেচেছেন আনুশকা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৩৯ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ব্যাটিংয়ে রানের খরায় থাকা বিরাট কোহলি রোববার (২৩ অক্টোবর) বিশ্বকাপে ভারতের সঙ্গে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ম্যাচের নায়ক ছিলেন। এদিন তার ব্যাট হেসেছে, জিতেছে ভারত। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫৩ বলে অপরাজিত ৮২ রান করে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন কোহলি। তার এই অনবদ্য ব্যাটিং টেলিভিশনে দেখে রীতিমত আনন্দে আত্মহারা বলিউডের অভিনেত্রী ও তার স্ত্রী আনুশকা শর্মা।

কোহলি যতই জয়ের দিকে গেছেন আনুশকার আনন্দ ততই বেড়ে গেছে। টেলিভিশনে খেলা দেখতে দেখতে মেয়ের সামনেই একসময় নাচতেই শুরু করে দেন তিনি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের সেই আনন্দের বিষয়টি ভক্ত–সমর্থকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

সেই পোস্টে আনুশকা লিখেছেন, ‘তুমি সুন্দর, তুমি অনিন্দ্য সুন্দর! আজ রাতে তুমি মানুষের মন আনন্দে ভরিয়ে দিয়েছ। তাও আবার দীপাবলির আগে।’

পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ভালোবাসা, তুমি অসাধারণ একজন মানুষ। আমি এইমাত্র আমার জীবনের সেরা ম্যাচটা দেখলাম। আমাদের ছোট্ট মেয়ে হয়তো বুঝতেও পারবে না, কেন তার মা রুমের মধ্যে এভাবে নেচেছে আর চিৎকার করেছে।’

তিনি আরও লিখেছেন, ‘একদিন হয়তো সে বুঝবে যে এই রাতে তার বাবা জীবনের সেরা ইনিংসটা খেলেছে। সেটাও আবার কঠিন একটা সময় পার করে আসার পর...তোমাকে নিয়ে অনেক অনেক গর্বিত।’

আনুশকার এই পোস্টে মন্তব্য করেছেন কোহলি। ভারতের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘সব সময় প্রতিটি মুহূর্তে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আমার ভালোবাসা। তোমাকে অনেক ভালোবাসি।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2