avertisements 2

কাদেরকে ‘বেইমান’ বললেন শিল্পী মমতাজ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ অক্টোবর, বুধবার,২০২২ | আপডেট: ০৮:৫১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

পপ সম্রাজ্ঞী মমতাজ বেগম কণ্ঠশিল্পী আসিফ আকবরের ছেলের বিয়ের দাওয়াত না পেয়ে হতাশা নিয়ে একটি ‘মজাদার’ পোস্ট করেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ চর্চা হয়। এরপর আবারও তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন।

সোমবার মানিকগঞ্জ-২ আসনের এ সংসদ সদস্য ফেসবুকে লেখেন, সাপ পালছিলাম দুধ দিয়া। তার সেই পোস্টের তলায় অনেকে প্রশ্ন করেছেন, কে সেই সাপ? 

কেউ কেউ তাকে বিশ্বাসঘাতক থেকে কৌশলি হতে এবং সতর্ক থাকতে পরামর্শ দেন। অনেকে আবার পোস্টটি নিয়ে মজা করেন। কেউ লেখেন, দুধের সঙ্গে কলা দিয়েছিলেন কিনা।

কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লেখেন, দিন শেষে যে পালে তার দোষ। সেই পোস্ট নিয়ে আলোচনার মধ্যেই আরেকটি স্ট্যাটাস দিয়েছেন এমপি মমতাজ।

এবার তিনি লিখলেন, ‘আলহামদুলিল্লাহ, বেইমানদের মুখে ঝাড়ুর বারি।’

কিন্তু কাকে তিনি ‘বেইমান’ বললেন, মমতাজ তা রহস্য রেখে দিয়েছেন। তবে সেই রহস্য না হোক বা না হোক, মমতাজের শুভাকাঙ্ক্ষিরাও মন্তব্যে আলহামদুলিল্লাহ লিখছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2