সিনেমায় শাজাহান খান!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ১২:২২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং শ্রমিক নেতা শাজাহান খান এবার নাম লেখালেন সিনেমায়। তার এই পথচলা একই দলের আরেক শীর্ষ নেতা ওবায়দুল কাদেরের পথ ধরে।
অনেকেই জানেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর উপন্যাস ‘গাঙচিল ভালোবাসা’ অবলম্বনে নির্মিত হয়েছে ফেরদৌস-পূর্ণিমাকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গাঙচিল’। একইভাবে এবার শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’।
নিরব-সুনেরাহকে নিয়ে এই ছবিটি নির্মাণ করছেন খ ম খুরশেদ। ছবিটির শুটিং শুরু হচ্ছে ২০ অক্টোবর থেকে। এদিন শাজাহান খান নিজে উপস্থিত থেকে ছবিটি সম্পর্কে কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে। এদিন ছবিটি ঘিরে গল্পকার জানাতে পারেন আরও কিছু চমকপ্রদ খবর। এমনটাই জানান নায়ক নিরব।
এ প্রসঙ্গে নিরব বলেন, ‘ভাইয়ার (শাজাহান খান) সঙ্গে এই ছবির বিষয়ে আমার দুবার কথা হয়েছে মুঠোফোনে। সরাসরি আলাপের সুযোগ হয়নি। তবে ২০ তারিখের মহরত অনুষ্ঠানে তিনি আসছেন। সেদিন তার গল্পটি প্রসঙ্গে সবার সঙ্গে সরাসরি আলাপ করবেন। থাকবে আরও কিছু চমক। এমনটাই নির্মাতা আমাকে জানিয়েছেন।’
দেড় দশকের ক্যারিয়ারে নায়ক নিরব বরাবরই নতুন জুটি বাঁধতে পছন্দ করেন। সেই ধারাবাহিকতায় এবার নিরবের নায়িকা বহরে নতুন করে যুক্ত হলেন ‘ন ডরাই’-খ্যাত সুনেরাহ বিনতে কামাল। যিনি এই ছবিটির মাধ্যমে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
শাজাহান খানের গল্প ধরে নিরব-সুনেরাহকে নিয়ে নির্মিতব্য এই সিনেমার প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। এতে রাজাকার চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশ আওয়ামী লীগের আরেক বর্ষীয়ান নেতা ও কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর।
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। এটি নির্মাণের জন্য ৬০ লাখ টাকা অনুদান পেয়েছেন পরিচালক।