avertisements 2

দ্বিতীয় সংসারও ভেঙে গেছে মাহির?

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০১:৪২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

মাহিয়া মাহির এক ফেসবুক স্ট্যটাস বোমার মতোই বিস্ফোরণ ঘটাল নেট দুনিয়ায়। গতকাল রোববার রাত ৯টায় এ নায়িকা লিখেছেন— আমরা আর একসাথে নাই। এমন স্ট্যাটাসে নেটিজেনরা ধরে নিয়েছেন, মাহির দ্বিতীয় সংসারও ভেঙে গেছে। কিন্তু ১৫ মিনিট পর স্ট্যাটাসটি মুছে ফেলেন তিনি। এ সময়টায় দেড় হাজারের বেশি রিঅ্যাক্ট পড়ে।

এরপর মাহি আরেক ফেসবুক পোস্টে জানিয়েছেন, তার আইডি হ্যাক হয়েছিল। তিনি লেখেন, ‘কিছুক্ষণ আগে আমি ছাড়াও আমার প্রোফাইল কে যেন লগইন করেছিল। জানি না কাকে কাকে টেক্সটও পাঠিয়েছে। কী ভয়ানক!’

সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ বিয়ে করেন মাহি। ভালোবেসেই বিয়ে করেছিলেন। তবে গেল বছর ২৩ মে নায়িকা জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। এরপর একই বছরের সেপ্টেম্বরে জানা যায় দ্বিতীয় বিয়ে করেছেন মাহি। গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2