‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক প্রসঙ্গে
কুড়ালের ছবি পোস্ট দিয়ে অভিনেতা সিদ্দিকের বিস্ফোরক মন্তব্য
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৫১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে বিতর্ক চলছে নেট দুনিয়ায়। সমালোচনার মুখে নাটকটির চতুর্থ সিজনের কয়েকটি পর্ব ইউটিউব থেকে নামিয়ে ফেলা হয়েছে। সেই সঙ্গে এর নির্মাতা কাজল আরেফিন অমি এবং প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব টিভি থেকেও ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া হয়েছে।
নাটকটির বিরুদ্ধে দর্শকের একাংশের অভিযোগ, এতে ‘আপত্তিকর’ সংলাপ এবং ‘অঙ্গভঙ্গি’ রয়েছে। যা দেশের সংস্কৃতি ও সমাজের সঙ্গে বেমানান। যদিও বরাবরই এই অভিযোগের বিপরীতে যুক্তি দিয়ে এসেছেন সংশ্লিষ্টরা।
ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। অভিনয়ে খুব বেশি একটা না থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে খোলামেলা আলোচনা করেন এ অভিনেতা। এবার তিনি নাটকপাড়ার এক শ্রেণীর লোকের ওপর ক্ষোভ ঝেড়েছেন। চলমান নাটক গুলোর ডায়লগ ও নাম নিয়ে তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটসটি দিয়েছেন।
সিদ্দিকের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
“অনেকদিন ধরে একটা জিনিস খেয়াল করতেছি বাংলা নাটক নিয়ে খুব লেখালেখি হচ্ছে। নাটকের মান, শিল্পীদের ডায়লগ,পোশাক এবং অঙ্গভঙ্গি নিয়ে। এই সংবাদ দেখার পর দুঃখ আরো বেশি বেড়ে যায় কারণ আমিও নিজেকে একজন নাট্যাঙ্গনের সদস্য মনে করি। মজার বিষয় হলো অনেকেই ভাবতেছেন এ কুড়ালের ছবিটা কেন দিলাম। প্রতি কুরবানী ঈদে যখন বেশী বেশী ছাগল আর গরু জবাই হয় তখন মাংস ও হাড় কাটার জন্য বেশি দরকার হয় এই কুড়ালের। ঠিক তেমনি যখন দেশের মিডিয়াতে কিছু নামধারী পরিচালক,অভিনেতা,অভিনেত্রী বেশি হয় তখনও ঠিক দরকার এই কুড়ালের।”
“তাই আমি আশা করব এই কুড়ালের যেন সঠিক ব্যবহার করতে না হয়। তার আগে এই সমস্ত শিল্পী, কলাকুশলীরা দেশ থেকে পালিয়ে যায়। কারণ এই দেশের দর্শক খুবই সচেতন এবং শিক্ষিত, তারা আপনাদের মতো অশিক্ষিত না, যে কোনো সময় তারা আপনাদের এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে এই কুড়াল ব্যবহার করতে পারে, সাবধান হোন, এখনও সময় আছে, তা না হলে জনগণের সাথে আমরাও সহমত পোষণ করে আপনাদের বিরুদ্ধে কিছু একটা করতে পারি। সবাইকে বলব সকল অপসংস্কৃতি থেকে বিরত থাকুন”