avertisements 2

প্রতি পোস্টে টিকটকারের আয় ৭৫০০০০ ডলার!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:০০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

সেনেগাল একটু ভালো জীবনের আশায় ইতালি; নানা চড়াই-উতরাইয়ে বেশ দুঃখের সময় পার করেছেন খাবি লেম। তবে সেই কষ্টের সময় পেরিয়ে এসেছে সফলতা। লেমের ওপরে ওঠার সিঁড়ি হয়েছে ছোট ভিডিও শেয়ারিং সাইট ও সামাজিক যোগাযেগ মাধ্যম টিকটক।

টিকটকে খাবি লেমের অনুসারীর সংখ্যা ১৪৯ মিলিয়ন। ২২ বছর বয়সী এই টিকটকার সেই অনুসারীর জোরেই প্রতি পোস্টে আয় করেন ৭৫ হাজার ডলার। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিজনেস ম্যাগাজিন ফরচুনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এই তথ্য দিয়েছেন টিকটকার লেম।

খাবি লেম ফরচুনকে জানিয়েছেন, তার বেশিরভাগ আয় আসে অনলাইন কন্টেন্ট আকারে বিভিন্ন ব্র্যান্ডের সাথে চুক্তির মাধ্যমে। যেকোনো ব্র্যান্ডের জন্য টিকটকে একটি ক্লিপ পোস্ট করার মাধ্যমে গড়ে চার লাখ ডলার আয় করেন এই টিকটক তারকা!
তবে লাখ লাখ ডলার আয় করতে খাবিকে কোনো কথাও বলতে হয় না! মানে খাবি লেমের বেশিরভাগ ভিডিওতেই তিনি নানা অঙ্গভঙ্গি ও অন্যান্য বার্তার মাধ্যমে দর্শকদের আনন্দ দিয়ে থাকেন তিনি।

সম্প্রতি সেনেগাল থেকে ইতালিতে থিতু হওয়া এই অভিবাসী টিকটকার ইংরেজি শেখার চেষ্টা করছেন। প্রতিদিন তিন ঘন্টা করছেন ইংরেজি চর্চা। বাড়িতে রেখেছেন ইংরেজি শিক্ষকও। দেখছেন আমেরিকান কার্টুন, সিনেমা। কেনো এসব করছেন, তার কারণও ফরচুনকে জানিয়েছেন খাবি লেম। কারণ তিনি হলিউডে অভিনয় করতে চান, জিততে চান অস্কার।

সূত্র: ফরচুন

বিষয়:

আরও পড়ুন

avertisements 2