avertisements 2

ভাঙন নিয়ে হলে ফিরছেন মৌসুমী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ সেপ্টেম্বর, বুধবার,২০২২ | আপডেট: ১১:৩৭ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

ছবি সংগৃহীত

অনেক দিন নতুন সিনেমার খবরে নেই মৌসুমী। প্রায় ৯ বছর পর গত বছর তিনি সিনেমা হলে দেখা দিয়েছিলেন ‘সৌভাগ্য’ নিয়ে। করোনার প্রভাব থাকায় সিনেমাটি তেমন দর্শক টানেনি। তবে মৌসুমী যে বিরতি কাটিয়ে ফিরেছিলেন, এতেই আশ্বস্ত হয়েছিলেন ভক্তরা।

এ বছর নতুন কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি শিরোনামে ছিলেন মৌসুমী। সেই ‘বিতর্কিত’ অধ্যায় পেরিয়ে আবার কাজের খবরে এল তাঁর নাম। মৌসুমী অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ভাঙন’ সম্প্রতি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ৪ নভেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন।

পরিচালক বলেন, ‘সিনেমাটির জন্য সেন্সর বোর্ড থেকে প্রশংসা পেয়েছি। তারা জানিয়েছে, সমাজে এ ধরনের গল্পগুলো তুলে ধরা প্রয়োজন। বুকিং এজেন্ট থেকেও আগ্রহ দেখাচ্ছে। তারা বলছে, এই মুহূর্তে দর্শক বিকল্প ধারার সিনেমা দেখতে চাচ্ছেন। আমরা সিনেমাটি নিয়ে দর্শকদের কাছে পৌঁছাতে পারলে হয়তো দর্শক সিনেমাটি দেখতে হলমুখী হবেন। কারণ, দীর্ঘদিন পরে মৌসুমী অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে।’

ভাঙন সিনেমায় মৌসুমী অভিনয় করেছেন জুলি নামের চরিত্রে। রেলস্টেশনে চুড়ি-ফিতা বিক্রি করে সে। পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন জানিয়েছেন, কতিপয় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের উপাখ্যানই ভাঙন। একটি পুরোনো রেলস্টেশনকে কেন্দ্র করে হকার, ভিখারি, চুড়িওয়ালি, যৌনকর্মী, দালাল, মাদকসেবীসহ কতিপয় ক্ষুদ্রব্যবসায়ী মানুষের যাপিত জীবনের কথা।

ভাঙন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর মৌসুমী বলেছিলেন, ‘অনেক দিন পর নতুন কোনো সিনেমার শুটিংয়ে ফিরতে পেরে ভালো লাগছে। রেলস্টেশনে এসে জড়ো হওয়া কিছু ছিন্নমূল মানুষের গল্প এটি। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’

এ সিনেমায় মৌসুমীর সঙ্গে জুটি বেঁধেছেন ফজলুর রহমান বাবু। গল্পে তাঁর নাম মোহন গাইন। পেশায় বংশীবাদক। ঘর-সংসারহীন মোহন থাকে রেলস্টেশনে। একসময় চুড়িওয়ালি জুলির (মৌসুমী) প্রেমে পড়ে। তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে। জুলিও তাকে আপনজন ভেবে নেয়। তার কাছে নিজের ফেলে আসা জীবনের গল্প বলে। মৌসুমী ও বাবু ছাড়াও ভাঙনে পকেটমার চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2