avertisements 2

ভুল করে মা হয়েছি, অপু বিশ্বাস

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৫১ পিএম, ১৮ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

চিত্রনায়িকা অপু বিশ্বাস জীবনের এই যাত্রাপথে শাকিব খানের সঙ্গে বিয়ে না হলে খুশি হতেন বলে মন্তব্য করেছেন। কলকাতায় তাঁর প্রথম ‘শর্টকাট’ সিনেমার প্রচারণায় গিয়ে এমন মন্তব্য করেছেন এই অভিনেত্রী।আনন্দবাজার পত্রিকাকে এই অভিনেত্রী আরও বলেছেন, তিনি মা

হয়েছেন ভুল করেছেন।অপু বিশ্বাসের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন? অপু উত্তর দিয়েছেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা—সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভালো হতো।’কোন ঘটনায় খুশি হয়েছেন, এমন প্রশ্নে অপুর উত্তর, ‘মা হয়েছি। ভুল করে হলেও…।’শাকিব

খান ২০০৮ সালের এপ্রিলে তাঁর সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন। প্রায় ১০ বছর পর বাচ্চাসহ সেই খবর প্রকাশ্যে নিয়ে আসেন অপু। আর তাতেই বেঁকে বসেন শাকিব, ২০১৮ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। সাবেক এ যুগলের আব্রাম খান জয় নামে এক পুত্রসন্তান আছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2