avertisements 2

ভাইবোনের সঙ্গে আরিয়ানের ইনস্টাগ্রামে ছবি, জানেন না শাহরুখ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৩৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

প্রায় ১ বছর পর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান। সোমবার দুই ভাই-বোনের সঙ্গে ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। আপাতত সেটা নিয়েই হইচই। মাদক মামলায় নাম জড়ানোর আগে ২০২১ সালের অগস্ট মাসে শেষ ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন আরিয়ান।
তবে সবচেয়ে বেশি যেটা নজর কেড়েছে তা হল আরিয়ানের ছবিতে বাবা শাহরুখের কমেন্ট। ইয়ার্কির ছলে একটু বকাবকি করেছেন বাদশা বড় ছেলেকে। শাহরুখ লিখলেন, ‘কেন আমার কাছে এই ছবিগুলো নেই!!! এখনই আমাকে এগুলো দাও’। 

বাবার কমেন্টের উত্তরও করেছেন আরিয়ান। লিখেছেন, ‘পরেরবার আবার যখন ছবি পোস্ট করব তখন তোমায় আমি পাঠাব… ওই ধরো আবার কিছু বছর পর!!! হা হা হা।’

দুটো ছবি সোশ্যালে দিয়েছেন আরিয়ান। একটা ছবিতে মাঝে তিনি। এক হাতে জড়িয়ে আছেন সুহানাকে আর অন্য হাতে ভাই আব্রামকে। পরের ছবিটায় শুধু আরিয়ান ও আব্রাম। যদিও এই ছবিতেও সুহানা ছিলেন, তবে বোনকে ক্রপ করে দিয়েছেন তিনি। এটা নিয়ে দাদার কাছে অভিযোগও জানিয়েছেন শীঘ্র বলিউডে পা রাখতে চলা শাহরুখ কন্যা। কমেন্টে লিখেছেন, ‘আমাকে ছবি থেকে বাদ দেওয়ার জন্য ধন্যবাদ।’

২০২১ সালে অক্টোবর মাসে মাদক মামলায় জড়ান আরিয়ান। তিনি গ্রেফতারও হন। সেই সময় প্রায় ১ মাস হাজতবাস করতে হয়েছিল তাকে। যদিও আটক করার সময় মাদক ছিল না তাঁর কাছে। 

তবে মে মাসে নারকোটিক্স কনট্রোল ব্যুরোর পক্ষ থেকে আরিয়ানকে বেকসুর ঘোষণা করা হয়। তার মাসখানেক বাদে এনডিপিএস কোর্টের থেকে বাজেয়াপ্ত হওয়া পাসপোর্টও ফেরত পান তিনি। 

শোনা যাচ্ছে খুব শীঘ্রই বোন সুহানার মতো বলিউডে অভিষেক করবেন তিনি। তবে শাহরুখ বা সুহানার মতো ক্যামেরার সামনে নয়, তার কাজ করার ইচ্ছে ক্যামেরার পিছনে। পরিচালনা শুরু করার ইচ্ছে রয়েছে আরিয়ানের। সূত্র: হিন্দুস্তান টাইমস

বিষয়:

আরও পড়ুন

avertisements 2