avertisements 2

দেশে ফিরে মায়ের হাতের পছন্দের যেসব রান্না খেয়েছেন শাকিব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৪৯ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে বুধবার (১৭ আগস্ট) দেশে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান। এসেই হইচই ফেলে দেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সারাদেশ থেকে ভক্তরা হাজির হন। তাদের ভালোবাসায় সিক্ত কিং খান।

এয়ারপোর্ট থেকে গুলশানের বাসায় যান শাকিব খান। এদিকে ছেলের দেশে ফেরার খবরে মা রেজিয়া বেগম শাকিবের পছন্দের নানা পদের খাবার রান্না করেন। এ তালিকায় ছিল টমেটো দিয়ে টেংরা মাছ, লাউশাক, চিংড়ি দিয়ে বরবটি এবং আলু দিয়ে গরুর মাংস।

বাসায় ফিরেই বাবা-মায়ের পা ছুঁয়ে সালাম করেন শাকিব। ছেলেকে বুকে জড়িয়ে ধরেন তারা। নায়কের ছোট বোন মনিও তার সন্তানদের নিয়ে ভাইকে দেখতে এসেছিলেন। বোনকেও জড়িয়ে ধরে আদর করেন শাকিব। এরপর সবাই মিলে দুপুরের খাবার খান।

এদিকে বাসায় ফিরে শাকিব গণমাধ্যমকে জানান, ‘পরিবার চাচ্ছে আমি সেটেল হই। আমার সুন্দর গোছানো কিছু হোক। এবার যা কিছু হবে, পরিবারের পছন্দেই হবে। এখন আর গোপনে কিছুই করব না। বিয়ে করলে ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে করব।’


 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2